Birbhum: আদিবাসী যুবককে বেঁধে রেখে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

Birbhum: গ্রামে ঢোকার মুখে তেঁতুলতলা মোড়ে রাম মুর্মুকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে কোনওক্রমে গাড়ি ছেড়ে পালিয়ে যান রাম মুর্মু। তবে পদুমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের নেতৃত্বেই এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন রাম মুর্মু।

Birbhum: আদিবাসী যুবককে বেঁধে রেখে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা
প্রতিবাদে পথ অবরোধ আদিবাসীদেরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 10, 2025 | 8:01 PM

দুবরাজপুর: আদিবাসী যুবককে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ আদিবাসীদের। জানা গিয়েছে, শনিবার দুর্গাপুরে আদিবাসী দিবস অনুষ্ঠানে  জেলার বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিতে গিয়েছিলেন ওই জনগোষ্ঠীর মানুষজন। রাতে দুর্গাপুর থেকে ফেরার সময়ে দুবরাজপুর থানার জয়দেব মোড়ে গাড়ি থেকে নামেন রাম মুর্মু। সেখান থেকে তিনি একজনের মোটরবাইকে চেপে পদুমা গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন।

অভিযোগ, গ্রামে ঢোকার মুখে তেঁতুলতলা মোড়ে রাম মুর্মুকে মারধর করা হয়। প্রাণ বাঁচাতে কোনওক্রমে গাড়ি ছেড়ে পালিয়ে যান রাম মুর্মু। তবে পদুমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের নেতৃত্বেই এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন রাম মুর্মু।

প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ভুক্তরা। এই অবরোধে সামিল ছিলেন দিসম আদিবাসী গাঁওতার দুবরাজপুর শাখার সম্পাদক সুকুমার সরেন। তাঁর দাবি, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর এই দাবি নিয়েই দুবরাজপুর-পদুমা রাস্তা অবরোধ করেন আদিবাসীরা। পরে পুলিশ গিয়ে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যদিও  পদুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ গড়াই বলেন, “আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আমি বা আমার কোনও লোকই এই কাজ করেনি।”