Birbhum: কম্বোডিয়ায় অস্বাভাবিক মৃত্যু বীরভূমের যুবকের

Birbhum: মৃত্যুর খবর পেতেই শোকস্তব্ধ হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজনরা। সুদূর কম্বোডিয়া থেকে মৃতদেহ নিয়ে আসতে প্রায় ছ'লক্ষ খরচ হবে। সেই টাকা কীভাবে জোগাড় করবেন সেটাই ভাবাচ্ছে মৃত আব্দুল হামিমের পরিবারকে।

Birbhum: কম্বোডিয়ায় অস্বাভাবিক মৃত্যু বীরভূমের যুবকের
দুশ্চিন্তায় পরিবারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 26, 2024 | 5:14 PM

বীরভূম: ভিন দেশে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক বীরভূমের এক যুবকের। দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়ায় কাজ করতে গিয়ে মৃত্যু হল বীরভূমের মাড়গ্রামের আব্দুল হামিম নামে বছর পঁয়ত্রিশের যুবকের। মৃত ছেলের শবদেহ ফিরে পেতে দুশ্চিন্তায় পরিবার।

বীরভূমের মাড়গ্রামের মোল্লাপাড়ার বাসিন্দা আব্দুল হামিম গত ৫ ফেব্রুয়ারি কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একটি বেসরকারি সংস্থায় ডাটা এন্ট্রি পদে কর্মরত ছিলেন তিনি। গত ২০ মে তাঁর সঙ্গে পরিবারের লোকজনদের সঙ্গে মোবাইলে শেষ কথা হয় আব্দুল হামিমের। গতকাল ২৫ তারিখ মাড়গ্রাম থানার পুলিশের মাধ্যমে তাঁর বাড়িতে খবর দেওয়া হয় কম্বোডিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে আব্দুল হাকিমের।

মৃত্যুর খবর পেতেই শোকস্তব্ধ হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজনরা। সুদূর কম্বোডিয়া থেকে মৃতদেহ নিয়ে আসতে প্রায় ছ’লক্ষ খরচ হবে। সেই টাকা কীভাবে জোগাড় করবেন সেটাই ভাবাচ্ছে মৃত আব্দুল হামিমের পরিবারকে। এদিকে মৃত ছেলে শবদেহ ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন তাঁর পরিবারের লোকজন। সুদূর কম্বোডিয়া থেকে কীভাবে ছেলের মৃতদেহ বাড়িতে ফিরবে সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবার।