
বীরভূম: বোমায় উড়ল যুবকের হাতের কব্জি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাথর শিল্পাঞ্চল যাওয়ার রাস্তার ধারে। জখম যুবকের নাম সিলন শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা বুঝতে পেরেছিলেন বোমা ফাটার শব্দ! প্রথমে তাঁরা ভেবেছিলেন, কোনও অশান্তি হচ্ছে বাইরে। প্রথমটাই স্থানীয় বাসিন্দারা বিশেষ আমল দেননি। পরে তাঁরা গোঙানির শব্দ শুনতে পান। বেরিয়ে গিয়ে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় বাইরে পড়ে রয়েছেন এক যুবক। তাঁর হাত ক্ষতবিক্ষত। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আহত যুবকের বাবা। আহত যুবক সিলন শেখের বাবা গোলাম মোস্তফা বলেন, “রাতে খবর পাই ছেলে হাসপাতালে ভর্তি। হাসপাতালে গিয়ে দেখি ছেলের ডান হাতের কব্জি উড়ে গিয়েছে। হাতের হাড় বেশ কিছুটা বেরিয়ে চলে এসেছে।”
কিন্তু কী কারণে এই ঘটনা? প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কোনওভাবে পুরনো একটি শত্রুতার কারণে বোমা ছুড়তে যাচ্ছিলেন সিলন। সেই বোমা ফেটে নিজেরই হাতের কব্জি উড়ে যায়। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।