Birbhum: বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে ‘অ্যাসিড ছুড়ল’ যুবক

Birbhum: বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামের বাসিন্দা রিজিয়া সুলতানা তার বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন। সেই সময় তার প্রেমিক তাকে মাঠের মধ্যে নিয়ে তখনই বিয়ে করতে চায়। কিন্তু প্রেমিকের প্রস্তাবে সেই মুহূর্তে বিয়ে করতে রাজি হননি প্রেমিকা।

Birbhum: বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছুড়ল যুবক
আক্রান্ত তরণীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 31, 2025 | 1:45 PM

বীরভূম: বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের উপর। অ্যাসিডে পুড়ে গেল প্রেমিকার মুখ সহ শরীরের বিভিন্ন অংশ। ঘটনাটি বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামে। গুরুতর জখম অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিযুক্ত প্রেমিকের নাম আবির শেখ। তার বাড়ি পাইকর থানার ধানগড়া গ্রামে। বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানালে পাইকর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামের বাসিন্দা রিজিয়া সুলতানা তার বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন। সেই সময় তার প্রেমিক তাকে মাঠের মধ্যে নিয়ে তখনই বিয়ে করতে চায়। কিন্তু প্রেমিকের প্রস্তাবে সেই মুহূর্তে বিয়ে করতে রাজি হননি প্রেমিকা। অভিযোগ, বিয়েতে করতে রাজি না হওয়ায় পকেটে থেকে অ্যাসিডের বোতল বের করে প্রেমিকার মুখে ছুড়ে দেয় প্রেমিক আবির সেখ। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিষয়টি নজরে আসতে এলাকার বাসিন্দারা আক্রান্ত প্রেমিকাকে উদ্ধার করে। তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।