Blast at Wedding: বীরভূমে ভরা বিয়েবাড়িতে কফি মেশিনে বিস্ফোরণ, আহত একাধিক
Blast at Wedding: একাধিক বিয়েবাড়িতেই বাইরে কফি মেশিন বসানো থাকে। নৈশভোজ শুরু হওয়ার আগে অতিথিরা চুমুক দেন কফির কাপে। এই বিয়েবাড়িও তার ব্যতিক্রম নয়। মেশিনের কাছে বসেছিলেন একজন অপারেটর। আর কাছে দাঁড়িয়ে কফি খাচ্ছিলেন অতিথিরা।

বীরভূম: বিয়েবাড়িতে তখন অতিথিদের আনাগোনা শুরু হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অতিথিদের সংখ্যাও বাড়তে শুরু করেছে। একপাশে বিয়েলর রীতি-নিয়ম মেনে অনুষ্ঠান চলছে, অন্যদিকে ভোজ চলছে আর একদিকে। এরই মধ্যে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠেন অতিথিরা। আত্মীয়রা তখন বিয়ের কাজে ব্যস্ত ছিলেন ভিতরে। হঠাৎ বাইরে অতিথিরা ‘জল আনো’ বলে চীৎকার করতে থাকে। একছুটে বেরিয়ে তাঁর দেখতে পান চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে টেবিল-চেয়ার। ধোঁয়া বেরচ্ছে একপাশ থেকে। কয়েকজন যন্ত্রণায় কাতরাচ্ছে। তাদের মধ্যে রয়েছে কয়েকজন শিশুও। তড়িঘড়ি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বোঝা যায়, আসলে কফি মেশিনে বিস্ফোরণ হয়েছে।
একাধিক বিয়েবাড়িতেই বাইরে কফি মেশিন বসানো থাকে। নৈশভোজ শুরু হওয়ার আগে অতিথিরা চুমুক দেন কফির কাপে। এই বিয়েবাড়িও তার ব্যতিক্রম নয়। মেশিনের কাছে বসেছিলেন একজন অপারেটর। আর কাছে দাঁড়িয়ে কফি খাচ্ছিলেন অতিথিরা। কিন্তু কীভাবে মেশিনটা আচমকা ফেটে গেল, তা বুঝতে পারছেন না কেউই। ঘটনায় ৫ জন শিশু আহত হয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।
পরিবারের এক সদস্য জানিয়েছেন, শিশুদের কারও শরীরের অংশ পুড়ে গিয়েছে, কেউ ছিটকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। তাঁদের অনুমান, মেশিন অতিরিক্ত গরম হয়ে গিয়েই ওই ঘটনা ঘটেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেক বিয়েবাড়িতেই এই মেশিন লাগানোর চল রয়েছে, তবে তা থেকে যে এমন বিপত্তি ঘটতে পারে, তা ভাবাই যায় না।
