Birbhum: জাল ফেলতেই পুকুর থেকে উঠে এল মা-মেয়ের দেহ, দুবরাজপুরে এলাকা ঘিরে ফেলল পুলিশ

Birbhum Case: চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যেই খবর চলে যায় দুবরাজপুর থানার পুলিশের কাছেও। দ্রুত পুলিশের বড় টিম এলাকায় চলে যায়। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু হয়। কিন্তু কীভাবে এ ঘটনা ঘটল তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর।

Birbhum: জাল ফেলতেই পুকুর থেকে উঠে এল মা-মেয়ের দেহ, দুবরাজপুরে এলাকা ঘিরে ফেলল পুলিশ
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 25, 2025 | 2:20 PM

দুবরাজপুর: সাতসকালে ভয়ঙ্কর ঘটনা বীরভূমের দুবরাজপুরে। পুকুর থেকে উদ্ধার মা ও মেয়ের নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়াতে। এই এলাকাতেই রয়েছে মোড়ল পুকুর। সেখান থেকেই উদ্ধার হয়েছে মালা হাজরা ও তাঁর মেয়ে বৃষ্টি হাজরার দেহ। স্থানীয় সূত্রে খবর, গত দু’দিন ধরে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল। এলাকার অন্যত্রও খোঁজ চালায় পরিবারের সদস্যরা। কিন্তু কোথাও দেখা মেলেনি। তাতেই পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ বাড়ে। 

এদিন সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথমে মোড়ল পুকুরে মালা হাজরার দেহ ভাসতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই জমে যায় ভিড়। তখনই শুরু হয় মেয়ের খোঁজ। কিন্তু কোথাও মেয়ের খোঁজ না মেলায় স্থানীয় বাসিন্দারাই পুকুরে নেমে তল্লাশি শুরু করে দেন। ফেলা হয় জাল। তারপরই সেখান খেরে তাঁর মেয়ে বৃষ্টিরও দেহ উদ্ধার হয়। 

চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যেই খবর চলে যায় দুবরাজপুর থানার পুলিশের কাছেও। দ্রুত পুলিশের বড় টিম এলাকায় চলে যায়। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু হয়। কিন্তু কীভাবে এ ঘটনা ঘটল তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। কোনওভাবে তাঁরা পুকুরে পড়ে গিয়েছিলেন নাকি অন্য কোনও ঘটনা তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। 

এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর ঘোষ বলছেন, “দু’দিন থেকেই ওদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল। থানাতেও নিখোঁজ ডায়েরি হয়। আজ সকালে পুকুরে মালা হাজরাকে ভাসতে দেখা যায়। ওকে উদ্ধার করার ঘণ্টা দেড়েক পরে বাচ্চাটির খোঁজ মেলে। পুলিশ ময়নাতদন্ত করছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।”