
বীরভূম: একদিন আগেই মহম্মদবাজারে উদ্ধার হয়েছিল মা ও দুই শিশুর রক্তাক্ত দেহ। যা নিয়ে বিস্তর শোরগোল শুরু হয়ে গিয়েছিল গোটা জেলায়। এবার সেই মহম্মদ বাজার থানার অন্তর্গত দেউচা জলাধারের কাছ থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার বস্তাবন্দি দেহ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাপানউতোর তৈরি হয়েছে এলাকায়।
সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারাই প্রথমে জলের মধ্যে একটি বস্তাকে ভাসতে দেখেন। দূর থেকে দেখে মনে হয় তার মধ্যে ভারী কিছু আছে। কিন্তু, তারপরেও তা ডুবে না যাওয়াতেই বাড়তে থাকে সন্দেহ। খবর যায় পুলিশের কাছে। শেষে পুলিশ এসে বস্তাটা উদ্ধার করে। কিন্তু ভিতরে চোখ যেতেই চোখ ছানাবড়া হয়ে যায় সকলের। বস্তা খুলতেই বেরিয়ে আসে এক মহিলার দেহ। যদিও তার নাম, পরিচয় কিছুই জানা যায়নি। এলাকায় খোঁজ খবর শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা অনেকেই মনে করছেন ঝাড়খণ্ড থেকে দেহটি ভেসে আসতে পারে। কেউ বা কারা খুন করে ফেলে দিয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই এ বিষয়ে আলো পড়তে পারে বলে মনে করছে পুলিশ।
অন্যদিকে মহম্মদবাজারে ট্রিপল খুনে ২৪ ঘণ্টার মধ্যেই বড় সাফল্য পেয়েছে পুলিশ। গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। এরমধ্যে একজন মৃত গৃহবধূর প্রেমিক বলে খবর। তাঁর বিরুদ্ধেই উঠেছে খুনের অভিযোগ। তাঁর সঙ্গে ওই মহিলার বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল। খুনের পর যে বন্ধুর বাড়িতে সে গা ঢাকা দেয় সেই বন্ধুকে ধরেছে পুলিশ।