
বোলপুর: অজ্ঞাত পরিচয় পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বোলপুরে। শুক্রবার সকালে নানুর ব্লকের পাপুড়ি গ্রামের একটি মাদ্রাসার পেছনে খালের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে। বোলপুর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে বোলপুর হাসপাতালে নিয়ে আসে। তবে মৃতদেহের অবস্থা এতটাই খারাপ যে, সেখানকার মর্গে ময়নাতদন্ত সম্ভব নয় বলে জানানো হয়েছে। দেহটি অন্যত্র ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদেহটি একজন মহিলার। তবে বয়স, পরিচয় কিংবা মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, গত ১৯ জুলাই নানুর থানার খালা গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল।
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল দাবি করেছেন, খালে উদ্ধার হওয়া মৃতদেহটি নিখোঁজ সেই নাবালিকারই। তাঁর অভিযোগ, “ওই নাবালিকাকে নিশংসভাবে অত্যাচার করে খুন করা হয়েছে। বিষয়টি যেন গা শিউরে ওঠে।”
যদিও মৃতদেহের শনাক্তকরণ বা পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ।