Bomb Recovered: দুবরাজপুরের পর রামপুরহাট, ফের গুচ্ছ গুচ্ছ বোমা উদ্ধার ভাবাচ্ছে পুলিশকে

Bomb Recovered: পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রাখে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। পুলিশের প্রাথমিক অনুমান দুটি ড্রামে প্রায় ৩০টি বোমা রয়েছে।

Bomb Recovered: দুবরাজপুরের পর রামপুরহাট, ফের গুচ্ছ গুচ্ছ বোমা উদ্ধার ভাবাচ্ছে পুলিশকে
ফের ড্রাম ভর্তি বোমা উদ্ধার

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 25, 2023 | 10:24 AM

রামপুরহাট: ফের বীরভূমে তাজা বোমা উদ্ধার। ২ ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হল বীরভূমের রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামের হাটতলার কাছে। কালীভাসা নামে একটি পুকুরপাড়ের ঝোপ থেকে দুটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন পুকুরের পাড়ে একটি ঝোপের আড়ালে দুটি হলুদ রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। কাছে গিয়ে দেখেন সেগুলিতে বোমা মজুত রয়েছে। পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রাখে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। পুলিশের প্রাথমিক অনুমান দুটি ড্রামে প্রায় ৩০টি বোমা রয়েছে।

বুধবারই বীরভূমে পরিত্যক্ত কোয়াটার থেকে বোমা উদ্ধার হয়। বোলপুর দুবরাজপুরের পর কাঁকরতলায় বোমা উদ্ধার হয়। কাঁকরতলা থানার সাহাপুর গ্রামের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে প্রায় ১০ থেকে ১২টি তাজা বোমা উদ্ধার করে কাঁকরতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাত্রে অভিযান চালিয়ে কাঁকরতলা থানার অন্তর্গত সাহাপুর গ্রামের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে একটি থলি ভর্তি প্রায় ১২ টি তাজা বোমা উদ্ধার হয়।

ঘটনাস্থল চারিদিক ঘিরে রাখে কাঁকরতলা থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে আসছে সিআইডির বোম ডিসপোজাল টিম। কী কারণে বোমা মজুত করা হয়েছিল, এই বোমা মজুতদের সঙ্গে কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তা তদন্ত শুরু করেছে কাঁকরতলা থানার পুলিশ।

পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বীরভূমে পরপর বোমা উদ্ধারের ঘটনায় এভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্বিগ্ন পুলিশ প্রশাসনও। কীভাবে ফের এলাকায় বোমা মজুত হচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ।