Bhadu Shekh Murder’s Video : কীভাবে ভাদু শেখকে ‘খুন’ করা হল? এক্সক্লুসিভ ফুটেজ TV9 বাংলার হাতে, দেখুন সেই মুহূর্ত

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Apr 05, 2022 | 10:04 AM

Bhadu Sheikh Murder: সোমবার যে সিসিটিভি ফুটেজটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী আসে। সঙ্গে সঙ্গে তারা সেখানে বোমাবাজি করে এবং ওই দুষ্কৃতীদের মধ্যে থেকেই একজন গুলি করে। যেখানে ভাদুকে খুন করা হয়েছিল, তার সামনেই একটি বাড়ির সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে।

রামপুরহাট : ঠিক কী ঘটেছিল সেই রাতে? কীভাবে খুন হলেন  বগটুইয়ের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ ? TV9 বাংলার হাতে এসে পৌঁছেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। খুনের সেই মুহূর্তে ঠিক কী হয়েছিল? সেদিন রাতে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে বসে তিনি আড্ডা দিচ্ছিলেন। সোমবার যে সিসিটিভি ফুটেজটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী আসে। সঙ্গে সঙ্গে তারা সেখানে বোমাবাজি করে এবং ওই দুষ্কৃতীদের মধ্যে থেকেই একজন গুলি করে। যেখানে ভাদুকে খুন করা হয়েছিল, তার সামনেই একটি বাড়ির সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে। উল্লেখ্য পুলিশ ইতিমধ্যেই ভাদু শেখ খুনের ঘটনা একাধিক জনকে গ্রেফতার করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এই সিসিটিভি ফুটেজটি হাতে আসতে এত দেরি কেন?

ভিডিয়ো ফুটেজ অনুযায়ী, বাড়িটি তো যেখানে ভাদুকে খুন করা হয়েছে তার কাছেই। তাহলে কি এতদিন পুলিশের নজরেই আসেনি এই সিসিটিভির বিষয়টি? রামপুরহাটের ঘটনায় শুরু থেকেই পুলিশি গাফিলতির একটি অভিযোগ উঠছিল। বার বার পুলিশের তদন্ত প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে। তবে এই সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজটি আরও সহজ হবে তদন্তকারী অফিসারদের জন্য।

আরও পড়ুন : Calcutta High Court: একই দিনে ৩ বিচারপতি সরে দাঁড়ালেন এসএসসি দুর্নীতির মামলা থেকে, কীভাবে দেখছেন আইনজ্ঞরা?

Published on: Apr 04, 2022 11:58 PM