Birbhum: প্রতিবেশীর বাড়িতে ঢুকেছে স্ত্রী, পিছু নিয়ে যা করলেন স্বামী…
Husband allegedly killed wife: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাড়গ্রাম থানার পুলিশ। অভিযুক্ত মুজিবরকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ। এদিন জুলি বিবির বাড়িতে গিয়ে দেখা গেল, পরিজনরা কান্নায় ভেঙে পড়েছেন।

বীরভূম: প্রতিবেশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত স্ত্রী। সন্দেহ করতেন স্বামী। আর সেই সন্দেহের বশেই স্ত্রীর পিছু পিছু প্রতিবেশীর বাড়িতে ঢুকেছিলেন। আর সেখানেই মাথায় হাতুড়ি মেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের মাড়গ্রামের। মৃতার নাম জুলি বিবি। অভিযুক্ত মুজিবর শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
মুজিবর শেখের বাড়ি মাড়গ্রাম থানার তপন গ্রামে। জানা গিয়েছে, গতকাল সন্ধেয় জুলি বিবি প্রতিবেশীর বাড়িতে যান। সেই সময় তাঁর পিছন পিছন যান মুজিবর শেখ। সেখানে স্বামী-স্ত্রীর বচসা বাধে। আচমকা হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করেন মুজিবর। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জুলি বিবি। চিৎকার শুনে দৌড়ে আসেন প্রতিবেশীরা। তাঁরাই জুলি বিবিকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাড়গ্রাম থানার পুলিশ। অভিযুক্ত মুজিবরকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ। এদিন জুলি বিবির বাড়িতে গিয়ে দেখা গেল, পরিজনরা কান্নায় ভেঙে পড়েছেন। আচমকা মুজিবর কেন স্ত্রীর উপর হামলা চালালেন, তা বুঝতে পারছেন না তাঁরা। প্রতিবেশীরা অবশ্য বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ খারিজ করে দিলেন। তাঁরা জানালেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল না জুলি বিবির। কিন্তু, সন্দেহ করতেন মুজিবর। আর সেই সন্দেহের জেরেই স্ত্রীর উপর আচমকা হামলা চালান তিনি। যে ব্যক্তির বাড়িতে গিয়ে মুজিবর স্ত্রীকে হাতুড়ি দিয়ে মারেন, ওই ব্যক্তির এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
