Cheating Nursing Exam: জুতো কেটে ঢুকিয়েছিল মোবাইল, বাতিল হয়ে গেল একাধিক ছাত্রীর নার্সিং পরীক্ষা

হিমাদ্রী মণ্ডল | Edited By: জয়দীপ দাস

Aug 04, 2024 | 5:26 PM

Cheating Nursing Exam: ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল শুরু হয়ে যায় স্কুল চত্বরে। কিন্তু, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে চেকিংয়ের জন্য রয়েছে মেটাল ডিটেক্টর। কিন্তু, তা এড়িয়ে কীভাবে ওই ছাত্রীরা মোবাইল নিয়ে হলে ঢুকলেন সেই প্রশ্ন থেকে যাচ্ছে।

Cheating Nursing Exam: জুতো কেটে ঢুকিয়েছিল মোবাইল, বাতিল হয়ে গেল একাধিক ছাত্রীর নার্সিং পরীক্ষা
শোরগোল স্কুল চত্বরে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

সিউড়ি: নার্সিং পরীক্ষাতে দিকে দিকে টোকাটুকির অভিযোগ। এবার পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢুকে ধরা পড়ে গেলেন ১২ জন ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনা সিউড়ির বেণীমাধব স্কুলে। এই স্কুলেই পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢুকে ধরা পড়ে যায় একদল ছাত্রী। তাঁদের প্রত্যেকের বাড়ি মালদহে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কেউ পায়ের জুতো কেটে মোবাইল ভরে রেখেছিল, কেউ আবার এমনিই জুতোর মধ্যে মোবাইল নিয়ে হলে ঢোকে। 

কিন্তু, পরীক্ষা শুরুর পর থেকেই তাঁদের গতিবিধি দেখে সন্দেহ বাড়তে থাকে পরীক্ষকদের। শুরু হয় চেকিং। তখনই ধরা পড়ে যান ওই ছাত্রীরা। স্কুল সূত্রে খবর, জালিয়াতি ধরা পড়ে যাওয়ার পর প্রত্যেক ছাত্রীর পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল শুরু হয়ে যায় স্কুল চত্বরে। কিন্তু, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে চেকিংয়ের জন্য রয়েছে মেটাল ডিটেক্টর। কিন্তু, তা এড়িয়ে কীভাবে ওই ছাত্রীরা মোবাইল নিয়ে হলে ঢুকলেন সেই প্রশ্ন থেকে যাচ্ছে। 

এদিন আবার একই ছবি দেখা যায় মালদহেও। সেখানে আবার একটি পরীক্ষা কেন্দ্র থেকেই ৪১টি মোবাইল উদ্ধার হয়। চাঞ্চল্যকর ছবি মালদহের অক্রুরমনি হাইস্কুলে। ইতিমধ্যেই মোবাইলগুলি ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে ঘটনা সামনে আসার পর আবার উল্টো দাবি করেছেন ছাত্রীরা। তাঁদের দাবি, স্কুল কর্তৃপক্ষই তাঁদের ওই মোবাইল রাখতে দিয়েছিল। যা নিয়ে তর্কাতর্কিও শুরু হয়ে যায়। স্কুল চত্বরে উত্তেজনাও তৈরি হয়। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Next Article