Cow Smuggling Case: আবার ৫০! কেষ্টহীন বীরভূমে একের পর এক গরুপাচার রুখছে পুলিশ

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 01, 2023 | 1:44 PM

Cow Smuggling Case: উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রামপুরহাটের সইপুরে প্রায় পঞ্চাশটি গরু পাচার করার চেষ্টা করা হচ্ছিল। সেই সময় গ্রামবাসীরা তিনজনকে আটক করে রামপুরহাট থানার পুলিশের হাতে তুলে দেয়। এরপর ওই মাসের ২০ তারিখ ১২টি গরু পাচার হতে-হতে আটকায় পুলিশ।

Cow Smuggling Case: আবার ৫০! কেষ্টহীন বীরভূমে একের পর এক গরুপাচার রুখছে পুলিশ
গরু উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সিউড়ি: গরুপাচারকাণ্ডে আপাতত শ্রীঘরেই রয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে তাঁর অনুপস্থিতিতে বন্ধ হয়নি গরুপাচার। কিন্তু সক্রিয় হয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় চলছে পাচারকারীদের ধরপাকড়। বিগত দু’মাসে এমন একাধিক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবারও প্রায় ২৭টি গরুকে পাচার করার থেকে রুখেছে সিউড়ি থানার পুলিশ।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রামপুরহাটের সইপুরে প্রায় পঞ্চাশটি গরু পাচার করার চেষ্টা করা হচ্ছিল। সেই সময় গ্রামবাসীরা তিনজনকে আটক করে রামপুরহাট থানার পুলিশের হাতে তুলে দেয়। এরপর ওই মাসের ২০ তারিখ ১২টি গরু পাচার হতে-হতে আটকায় পুলিশ। ২৮ অক্টোবর আবার গরুপাচারকারীকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ। ১২টি গরুকে উদ্ধার করে পুলিশ।

এরপর বৃহস্পতিবার ২৩টি গরুকে পাচার করার হাত থেকে উদ্ধার করে পুলিশ। আজ আবার ২৭টি গরুপাচার করছিল পাচারকারীরা। তা হাতেনাতে পাকড়াও করে সিউড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, এ দিন ১৪ নন্বর জাতীয় সড়ক থেকে আটক গরু বোঝাই ট্রাক। গোপন সূত্রে খবর পেয়ে সেই গাড়ি আটকায়। পরে সিউড়ি থানার পুলিশ ওই গাড়ি আটক করে নিয়ে যায়। গরুগুলি কোথা থেকে কোথায় যাচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article