Bomb Balst: পড়ে থাকা বাজিতে আগুন ধরাতেই উড়ল নাবালকের ডানহাত, আঙুল কুড়িয়ে আনলেন ঠাকুমা

Birbhum: আহত নাবালকের ঠাকুমা বলেন, "মাঠে দুটো ছেলে খেলা করছিল। আমরা সকলে বাড়িতেই ছিলাম। অতটা খেয়াল করিনি। কালীতলার মাঠে কিছু একটা বাজি কুড়িয়ে পায়। আর সেই বাজিতে আগুন জ্বালায়। তখনই সেটি ফেটে যায়। ওর গোটা ডান হাতটাই উড়ে গেছে। ওর আঙুলগুলো মাঠ থেকে কুড়িয়ে নিয়ে এসেছি।"

Bomb Balst: পড়ে থাকা বাজিতে আগুন ধরাতেই উড়ল নাবালকের ডানহাত, আঙুল কুড়িয়ে আনলেন ঠাকুমা
বীরভূমে বোমা বিস্ফোরণImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 22, 2025 | 9:57 PM

পুরন্দরপুর (বীরভূম): সকালে ঘুম থেকে উঠে খেলা করছিল বাচ্চাটা। সেই সময় একটি চকোলেট বোমা কুড়িয়ে পায় সে। শিশুমন তো…চকোলেট বোমা পেতেই ছুটে চলে যায় সে। আর তারপর আগুন জ্বালিয়ে বাজি ফাটাতে যায়। তখনই নেমে এল বিপদ। আর এ বিপদ যে সেই বিপদ নয়। ঘটনা জানলে হাড়হিম হয়ে যাবে সারা শরীর।

ঘটনাটি ঘটেছে বীরভূমের পুরন্দরপুরের বান্ধব সমিতির কালীপুজোর মাঠে। আহত ওই নাবালকের বাবা জানিয়েছেন, কালী পুজোর সময় থেকে মাঠের মধ্যে পড়ে ছিল একটি চকোলেট বোমা। আজ সকালে বাচ্চাটি সেখানে যায়। আর ওই চকোলেট বোমা কুড়িয়ে নিয়ে আসে। তারপর সেটিতে আগুন ধরিয়ে দিতেই বিপত্তি। সেই বাজি ফেটে উড়ে যায় তার ডান হাত। পরে দৌড়ে যান পরিবারের সদস্যরা। নাবালকের ঠাকুমা মাঠ থেকে কুড়িয়ে আনেন আঙুল। বর্তমানে নাবলককে আনা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছে ওই নাবালক।

আহত নাবালকের ঠাকুমা বলেন, “মাঠে দুটো ছেলে খেলা করছিল। আমরা সকলে বাড়িতেই ছিলাম। অতটা খেয়াল করিনি। কালীতলার মাঠে কিছু একটা বাজি কুড়িয়ে পায়। আর সেই বাজিতে আগুন জ্বালায়। তখনই সেটি ফেটে যায়। ওর গোটা ডান হাতটাই উড়ে গেছে। ওর আঙুলগুলো মাঠ থেকে কুড়িয়ে নিয়ে এসেছি।” তিনি আরও বলেন, “বিরাট জোরে বোমা ফেটেছে। আমরা সেই শব্দও পেয়েছি। কিন্তু কি বোমা ফেটেছে সেটা জানি না।” নাবালকের বাবা বলেন, “বাড়ির কাছের উঠোনে খেলছিল। কখন মাঠে চলে যায়। আর ওই বাজিটা কুড়িয়ে নিয়ে এসে ধরাতে চলে যায় দেখিনি। তারপর সেটা ফেটে গিয়ে গোটা হাতটাই উড়ে গিয়েছে।”