
বীরভূম: দুই নাবালক বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সিউড়িতে। সিউড়ি থানার অন্তর্গত মল্লিকগুণা বাইপাস সংলগ্ন বাগান থেকে উদ্ধার হয় জোড়া দেহ। সূত্রের খবর, রবিবার সকালে বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ ছিল না দুই বন্ধুর। পরে তাদের খোঁজ শুরু করলে এলাকায় একটি মুড়ি মিলের বাগান থেকে উদ্ধার হয় দু’জনের ঝুলন্ত দেহ।
পরিবার সূত্রে খবর, এদিন সকাল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না দুই বন্ধুর। এদিকে দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজ শুরু করে। এক নাবালকের মায়ের কথায়, “ছেলে এমনিতে রাজমিস্ত্রির কাজ করত। তবে যখন যা কাজ পেত, তাই করত।”
আরেক নাবালকের জ্যেঠুর কথায়, “রাজমিস্ত্রির কাজ করত দু’জনই। একসঙ্গেই ঘোরাফেরা করত দুই বন্ধু। কাজও করত একইসঙ্গে। এমন পরিণতিও হল ওদের একসঙ্গেই। ভাবতেই পারছি না আমরা।” দুই পরিবারেরই দাবি, কেন এমন হল তা বুঝতে পারছে না তারা। তবে বাড়ির লোকজনই বলছেন, নেশার ফাঁদে পা দিয়েছিল দুই নাবালকই। এই মৃত্যুর সঙ্গে তা কোনওভাবে জড়িয়ে কি না পুলিশ তা খতিয়ে দেখছে।
ইতিমধ্যেই দেহ দু’টি পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার করেছে। পাঠানো হয়েছে বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে কীভাবে মৃত্যু হল এই দু’জনের। আত্মহত্যার ঘটনা ঘটলে তার নেপথ্যেই বা কী কারণ তাও জানার চেষ্টা চলছে।