VIDEO: বোলপুর টিকিট কাউন্টারে রেল কর্মী ‘পবনপুত্র’! দিব্য কম্পিউটার চালাচ্ছেন

হিমাদ্রী মণ্ডল | Edited By: জয়দীপ দাস

Sep 20, 2023 | 4:15 PM

Bolpur: বাঁদর-হনুমানদের অদ্ভুক কাণ্ডকারখানার কথা আমরা প্রায়শই দেখি, শুনি। এখনও গ্রামে গ্রামে বাঁদরের খেলা দেখিয়ে উপার্জনও করেন অনেকে। কিন্তু, তাই বলে একেবারে রেল কর্মীর বেশে রেলের অফিসে দেখতে পাওয়া যাবে হনুমানকে! এ কথা মনে হয় স্বপ্নেও ভাবেনি কেউ।

VIDEO: বোলপুর টিকিট কাউন্টারে রেল কর্মী পবনপুত্র! দিব্য কম্পিউটার চালাচ্ছেন
শোরগোল বোলপুর স্টেশনে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বোলপুর: ব্যস্ত স্টেশনে টিকিট কাটার জন্য মানুষের লম্বা লাইন পড়বে। এমনটাই তো স্বাভাবিক। কিন্তু, ব্যস্ত সময়ে টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়ে এক অদ্ভুত ছবি দেখলেন বোলপুরের লোকজন। দেখা গেল কোন রেল কর্মী নয়, কাউন্টারের পাশে অনুসন্ধান অফিসে বসে আস্ত এক হনুমান। যেন বেশ দক্ষতার সঙ্গে কম্পিউটারও চালাচ্ছে, কীবোর্ডে কীসব টাইপ করছে। মাঝেমধ্যে আবার পাশে রাখা বইয়ের হাতও উল্টাচ্ছে। এ দৃশ্য দেখে তো সকলেই অবাক। 

বাঁদর-হনুমানদের অদ্ভুক কাণ্ডকারখানার কথা আমরা প্রায়শই দেখি, শুনি। এখনও গ্রামে গ্রামে বাঁদরের খেলা দেখিয়ে উপার্জনও করেন অনেকে। কিন্তু, তাই বলে একেবারে রেল কর্মীর বেশে রেলের অফিসে দেখতে পাওয়া যাবে হনুমানকে! এ কথা মনে হয় স্বপ্নেও ভাবেনি কেউ। এ দৃশ্য দেখতে রীতিমতো ভিড় জমে যায় বোলপুর রেল স্টেশনের অনুসন্ধান অফিসে। গোটা দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দিও করতে থাকেন অনেকে। 

যদিও সেসবে ভ্রুক্ষেপ নেই হনুমানটির। আপনমনে কম্পিউটার টাইপ করেই চলেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়ো। সূত্রের খবর, প্রায় আধ ঘণ্টার বেশি সময় রেলের ওই অফিসে ছিল হনুমানটি। শেষে তাঁকে কলা-বিস্কুট দেখিয়ে বের করা সম্ভব হয়। যদিও এ বিষয়ে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গোটা বিষয়টি হেসেই উড়িয়ে দেন। 

Next Article