Birbhum: ‘তলপেটের ছবি পাঠাও, বিয়ে করব’, ছাত্রীকে ‘কুপ্রস্তাব’ দিয়ে ভাইরাল নলহাটির স্কুলের প্রধান শিক্ষক

হিমাদ্রী মণ্ডল | Edited By: জয়দীপ দাস

Aug 01, 2023 | 6:26 PM

Birbhum: প্রসঙ্গত, বছর দেড়েক আগে ওই স্কুলের একটি অনুষ্ঠানে প্রধান শিক্ষকের নাচের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তা নিয়ে তোলপাড় হয়েছিল জেলার শিক্ষা মহল।

Birbhum: ‘তলপেটের ছবি পাঠাও, বিয়ে করব’, ছাত্রীকে ‘কুপ্রস্তাব’ দিয়ে ভাইরাল নলহাটির স্কুলের প্রধান শিক্ষক
বিক্ষোভে অভিভাবকেরা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

নলহাটি: স্কুল ছাত্রীকে ফোনে অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ভাইরাল কল রেকর্ডিং। তা নিয়েই তুমুল শোরগোল বীরভূমের (Birbhum) নলহাটিতে। সোমবার সন্ধ্যায় ওই রেকডিং আবার শেয়ারও হয়েছে একটি রাজনৈতিক গ্রুপে। তারপর থেকেই তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। যদিও অডিয়োটির সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। 

প্রসঙ্গত, বছর দেড়েক আগে ওই স্কুলের একটি অনুষ্ঠানে প্রধান শিক্ষকের নাচের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তা নিয়ে তোলপাড় হয়েছিল জেলার শিক্ষা মহল। এবার ভাইরাল অডিয়ো। অডিয়োতে শোনা যাচ্ছে উচ্চমাধ্যমিক স্কুলের ওই প্রধান শিক্ষক স্কুলেরই এক ছাত্রীর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলছেন। দিচ্ছেন নানা কুপ্রস্তাব। বিয়েও করবেন বলে জানাচ্ছেন। প্রয়োজনে ছাত্রীর বাড়িতে ভাড়া থাকার কথা বলছেন। পাঠাতে বলছেন তলপেটের ছবি। ঘটনায় নিন্দার ঝড় জেলার শিক্ষা মহলে। ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা। মঙ্গলবার সকালে অনেক অভিভাবকই আবার স্কুলে এসে বিক্ষোভও দেখান। স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয় লিখিত অভিযোগ। তাঁদের দাবি, ব্যবস্থা নিতে হবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। সরাতে হবে স্কুল থেকে। স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকে এ মর্মেই দেওয়া হয়েছে ডেপুটেশন। 

ঘটনায় অভিভাবক শেখ আব্দুল বলছেন, “আগেও একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে অশালীন গান বাজিয়ে মাদকাসক্ত অবস্থায় নাচতে দেখা গিয়েছিল ওই শিক্ষককে। সে ঘটনা ভাইরালও হয়েছিল। চাপের মুখে ক্ষমাও চেয়ে ছিলেন। ইদানিং আবার নবম-দশম, একাদশ-দ্বাদশের বেশ কিছু ছাত্রীর সঙ্গে তাঁর অশালীন ছবি, অডিয়ো ভাইরাল হয়েছে। এলাকাতেও তাঁর ভাবমূর্তি একদম ভাল নয়। আমরা চাই অবিলম্বে ওঁকে স্কুল থেকে সরানো হোক। কারণ ওঁর খারাপ চরিত্রের প্রভাব স্কুলের ছাত্র-ছাত্রীদের উপরেও পড়ছে। আমরা এই মর্মেই ডেপুটেশনও দিয়েছি।”

Next Article