Bolpur: পরীক্ষা দিচ্ছিল উচ্চ-মাধ্যমিক পড়ুয়ারা, হঠাৎ খুলে পড়ল পাখা…

HS Student: ঘটনাটি ঘটেছে বোলপুর বিবেকানন্দ স্কুলে। জানা গিয়েছে, এবার সেই স্কুলে সিট পড়েছিল বোলপুরের একলব্য মডেল স্কুলের। যথারীতি স্কুলের পড়ুয়ারা পরীক্ষা দিচ্ছিলেন।

Bolpur: পরীক্ষা দিচ্ছিল উচ্চ-মাধ্যমিক পড়ুয়ারা, হঠাৎ খুলে পড়ল পাখা...
আহত ওই ছাত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 11, 2025 | 8:00 PM

বোলপুর: জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। মাথায় রয়েছে টেনশন। চাপ। যথারীতি এ দিন পরীক্ষা দিতে বসেছিলেন পড়ুয়ারা। আচমকাই তাদের মাথায় ভেঙে পড়ল ফ্যান। তারপর….

ঘটনাটি ঘটেছে বোলপুর বিবেকানন্দ স্কুলে। জানা গিয়েছে, এবার সেই স্কুলে সিট পড়েছিল বোলপুরের একলব্য মডেল স্কুলের। যথারীতি স্কুলের পড়ুয়ারা পরীক্ষা দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে ফ্যান খুলে পড়ে গেল পরীক্ষার্থীদের গায়ে। ঘটনায় বোলপুরের একলব্য মডেল স্কুলের দুইজন ছাত্রী আহত হয়েছে বলে খবর। তাদের উদ্ধার করে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে স্কুলের পক্ষ থেকে।

স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীনই হঠাৎই উপর থেকে ফ্যান খুলে পড়ে যায় এবং ঘটনাস্থলেই অল্পবিস্তর আহত হয় দুই ছাত্রী। আর পরীক্ষা শেষ করেই তাদেরকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য।

এ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ চন্দন ঘোষ বলেন, “কিছুই না। পরীক্ষা দিচ্ছিল। শেষও হয়ে গিয়েছিল। সেই সময় ফ্যান খুলে দুই ছাত্রীর মাঝে পড়ে যায়। তবে বাচ্চাদের শরীরিক অবস্থা খতিয়ে দেখতে আমরা তখনই পাঠিয়ে দিয়েছিলাম হাসপাতালে।”