Ammonium nitrate: বীরভূমের বুকের উপর দিয়ে যাচ্ছিল একটি লরি, তাতে রয়েছে ১৬ হাজার কেজি…

Ammonium nitrate: পুলিশ জানিয়েছে, লরিটি তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ডে যাচ্ছিল। গতকাল রাতে রামপুরহাটের সামনে ১৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় লরিটি থামায় রামপুরহাট থানার পুলিশ। তল্লাশি চালাতে গিয়ে চমকে উঠেন পুলিশকর্মীরা।

Ammonium nitrate: বীরভূমের বুকের উপর দিয়ে যাচ্ছিল একটি লরি, তাতে রয়েছে ১৬ হাজার কেজি...
এই লরিটি আটকে তল্লাশি চালানো হয়েছিল

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 11, 2025 | 2:37 PM

রামপুরহাট: নাকা চেকিং চলছিল। একটি লরিকে থামিয়ে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। থরে থরে সাজানো বস্তা। আর বস্তার মধ্যে রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট। তার পরিমাণ জেনে চমকে উঠল রামপুরহাট থানার পুলিশ। লরিতে রয়েছে ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। গতকাল রাতে রামপুরহাটে ১৪ নম্বর জাতীয় সড়কে লরি-সহ ওই অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় তিনজনকে।

পুলিশ জানিয়েছে, লরিটি তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ডে যাচ্ছিল। গতকাল রাতে রামপুরহাটের সামনে ১৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় লরিটি থামায় রামপুরহাট থানার পুলিশ। কালো ত্রিপল দিয়ে ঢাকা ছিল অ্যামোনিয়াম নাইট্রেটের বস্তাগুলি। লরিতে তিনজন ছিলেন। তাঁদের বাড়ি তেলঙ্গানায়। এত অ্যামোনিয়াম নিয়ে কেন তাঁরা ঝাড়খণ্ডে যাচ্ছিলেন, তার কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি। তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্রও ছিল না। জিজ্ঞাসাবাদের পর ওই তিনজনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও লরিটি।

বাজেয়াপ্ত করা হয়েছে ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট

পুলিশ জানিয়েছে, লরিতে মোট ৩২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট ছিল। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা হবে।

সাধারণত অ্যামেনিয়াম নাইট্রেট কৃষিকাজে ব্যবহার হয়। আবার নাশকতার ক্ষেত্রে আইডি তৈরির কাজেও ব্যবহৃত হয়। কী জন্য এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাওয়া হচ্ছিল, সেই প্রশ্ন উঠছে। এর আগে বীরভূম থেকে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার হয়েছিল। সেই ঘটনার তদন্ত করেছে এনআইএ।