Birbhum: ভরা রাস্তায় স্ত্রীকে ধরেই স্বামী এমন করবে? মানতেই পারছেন না প্রত্যক্ষদর্শীরা

Suri: জানা গিয়েছে, পূর্ণিমা লোহারের সঙ্গে বিয়ে হয় স্বামী অমর কর্মকারের। পূর্ণিমার শ্বশুরবাড়ি সিউড়ির কুলেরায়। পরিবারের দাবি, ঝামেলার জেরে বেশ কয়েকমাস আগে স্বামীর বাড়ি থেকে পূর্ণিমা বাপের বাড়ি চলে আসেন।

Birbhum: ভরা রাস্তায় স্ত্রীকে ধরেই স্বামী এমন করবে? মানতেই পারছেন না প্রত্যক্ষদর্শীরা
স্ত্রীকে খুনের অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 20, 2025 | 9:03 PM

সিউড়ি: হাসপাতাল চত্বরে তুমুল হইহই কাণ্ড। কী হয়েছে, কী ঘটেছে তা জানতেই উৎসুক জনতার ভিড়। পরে কানাঘুষো শোনা গেল বীরভূমের সিউড়ি সুপাল স্পেশালিটি হাসপাতাল চত্বরে স্ত্রীকে ধরে খুনের চেষ্টা স্বামীর। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আক্রমণ। তারপর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় প্রাণে বাঁচালেন মহিলা। রাস্তাতে স্বামী এমন করতে পারেন তা মানতেই পারছেন না লোকজন।

জানা গিয়েছে, পূর্ণিমা লোহারের সঙ্গে বিয়ে হয় স্বামী অমর কর্মকারের। পূর্ণিমার শ্বশুরবাড়ি সিউড়ির কুলেরায়। পরিবারের দাবি, ঝামেলার জেরে বেশ কয়েকমাস আগে স্বামীর বাড়ি থেকে পূর্ণিমা বাপের বাড়ি চলে আসেন। এরপর থেকে তাঁর স্বামীকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু স্ত্রী বাড়ি আসেনি।

মঙ্গলবার পূর্ণিমা তাঁর মাকে নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। অভিযোগ,আচমকাই ধারাল অস্ত্র নিয়ে স্ত্রীকে আক্রমণ করেন তিনি। আঘাত করেন গলায় ও বুকে। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ওই মহিলাকে বাঁচান। আটক করা হয় অভিযুক্তকে। পরে তাকে সিউড়ী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহিলাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে আহত মহিলা বলেন, “মাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম। জোর করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমি বলেছিলাম পরে যাব। কিন্তু শুনল না। আমায় মারতে লেগে গেল।”