Kajal Seikh: ‘…দেখছি, দেখব বলে কাটাচ্ছে’, দলেরই একজনের নামে ‘ক্ষোভ’ উগরালেন কাজল

Kajal sheikh: গত ১৯ এপ্রিল অর্থাৎ শনিবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল সিউড়িতে। এর আগে বোলপুরে কোর কমিটির বৈঠক হওয়ার সময়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Kajal Seikh: ...দেখছি, দেখব বলে কাটাচ্ছে, দলেরই একজনের নামে ক্ষোভ উগরালেন কাজল
কাজল শেখImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 20, 2025 | 1:44 PM

সিউড়ি: ক্ষোভ উগরে দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও বীরভূম জেলায় তৃণমূলের কোর কমিটির বৈঠক ডাকা হচ্ছে না। এমন গুরুতর অভিযোগ এনেছেন তিনি।

গত ১৯ এপ্রিল অর্থাৎ শনিবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল সিউড়িতে। এর আগে বোলপুরে কোর কমিটির বৈঠক হওয়ার সময়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সিউড়িতে কোর কমিটির বৈঠক ডাকেননি আহবায়ক বিকাশ রায় চৌধুরী বলে অভিযোগ করেন কাজল।

কাজল শেখের বক্তব্য, শনিবার বৈঠকের বিষয়ে বিকাশ রায় চৌধুরীকে তিনি ফোন করেছিলেন। তবে দেখছি-দেখছি করে কাটিয়ে দিয়েছেন। আর এই দেখছি-দেখছি করেই কেটে গিয়েছে। কাজল শেখের দাবি, বীরভূম জেলার তৃণমূল কোর কমিটির মাধ্যমেই চলবে এমন সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নির্দেশ থাকলেও বৈঠক ডাকা হয়নি বলে অভিযোগ কাজলের। কেন বৈঠক ডাকা হল না? তা বিকাশ রায় চৌধুরীর জানানো উচিত। যদিও, এই বিষয়ে বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, তিনি এই নিয়ে কোনও বক্তব্য দেবেন না।

কাজল বলেন, “বোলপুরেই জানানো হয়েছে গতকাল কোর কমিটির বৈঠক ডাকা হবে। বিকাশ রায়চৌধুরীর উচিত ছিল এই বৈঠক ডাকার। কিন্তু বিকাশবাবু দেখছি দেখব বলে কাটিয়েছেন।”