
লাভপুর: বাঁকুড়া, পুরুলিয়া এবার বীরভূম। ফের মাটির দেওয়াল ভেঙে মৃত্যু। অতিবৃষ্টির জেরে বাড়ির দেওয়াল ধসে গিয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। মৃতের নাম তমালকৃষ্ণ মণ্ডল (৭৮)।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রবিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ি বাইরে দাঁড়িয়েছিলেন তমালবাবু। রাতভর বৃষ্টির কারণে আচমকাই মাটির দেওয়াল ফেটে যায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাঁর উপর। দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।
কোনওক্রমে বৃদ্ধকে উদ্ধার করেন এলাকাবাসী। দ্রুত নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানেই ময়ানতদন্ত করা হবে তাঁর। বৃদ্ধের ছেলে জানান, “বাবা বয়স্ক মানুষ। সকালে ঘুম থেকে উঠে একটা মাটির বাড়ির সামনে গিয়েছিল। সেই সময় আচমকা ভেঙে পড়ে বাড়িটি। আর বাঁচানো যায়নি।” প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, “আমরা বসেই ছিলাম কাছে। সেই সময় আচমকা একটা আওয়াজ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি একজন বয়স্ক লোক চাপা পড়ে গিয়েছে। ওনার ছেলেও দৌড়ে এসেছিলেন। কিন্তু বাঁচানো যায়নি।”
প্রসঙ্গত, এই নিয়ে মোট ছ’জনের মৃত্যু হল দেওয়ার চাপা পড়ে। শনিবার বাঁকুড়ায় ৩ শিশুর মৃত্যু হয়। সেই ঘটনার পর ফের এক বৃদ্ধার মৃত্যু খবর প্রকাশ্যে আসে। এরপর রবিবার সকালে পুরুলিয়া থেকে আরও এক শিশুর মৃত্যু খবর প্রকাশ্যে এসেছে।