Birbhum: পিছনে পুলিশের গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা লরির, মৃত ৩

Birbhum Accident: রবিবার সকালে এরকমই পিঁয়াজ বোঝাই একটি লরিকে থামার নির্দেশ দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। কিন্তু চালক লরি না থামিয়ে আরও গতি বাড়িয়ে দেন। পিছনে বাইক নিয়ে ধাওয়া করে পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে স্বাভাবিকের থেকে বেশি গতিতে গাড়ি চালাতে থাকেন লরি চালক। সামনেই ছিল একটি টোটো। তাতে চালক ছাড়াও আরও তিন জন ছিলেন।

Birbhum: পিছনে পুলিশের গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা লরির, মৃত ৩
দুর্ঘটনাস্থল অবরোধ স্থানীয় বাসিন্দাদেরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 04, 2026 | 4:48 PM

বীরভূম: পিছনে পুলিশের গাড়ি।  আরও গতি বাড়িয়ে দেয় লরি। নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা পেঁয়াজ বোঝাই লরির। ঘটনাস্থলে মৃত্যু টোটোর ৩ যাত্রীর। ঘটনাটি রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটির পালোয়ান বাবা মাজারের কাছে। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ১৪ নম্বর জাতীয় সড়কে নলহাটি থানার পালোয়ান বাবা মাজারের কাছে নলহাটি থানার পুলিশ প্রহরারত থাকেন। অভিযোগ, মাঝেমধ্যেই ওই এলাকা দিয়ে পণ্য বোঝাই লরি থামিয়ে টাকা তোলে পুলিশ।

রবিবার সকালে এরকমই পিঁয়াজ বোঝাই একটি লরিকে থামার নির্দেশ দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। কিন্তু চালক লরি না থামিয়ে আরও গতি বাড়িয়ে দেন। পিছনে বাইক নিয়ে ধাওয়া করে পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে স্বাভাবিকের থেকে বেশি গতিতে গাড়ি চালাতে থাকেন লরি চালক। সামনেই ছিল একটি টোটো। তাতে চালক ছাড়াও আরও তিন জন ছিলেন।

পেঁয়াজ বোঝাই লরি রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সামনের দিক থেকে আসা একটি টোটোকে ধাক্কা মারে। লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় টোটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোর ৩ যাত্রীর। তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ। সেই সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। তারা জাতীয় সড়কে মৃৎদেহ ফেলে রেখে পথ অবরোধ শুরু করেন তাঁরা। পরে পুলিশ বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এইভাবে দীর্ঘদিন ধরেই পুলিশের একাংশ টাকা তোলে। আর তাতেই বাঁচতে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালান লরিচালকরা।