Birbhum: স্বামী-সন্তানদের ছেড়ে ফের বিয়ে মহিলার, ছেলে-নাতিকে দুধ দিয়ে ‘শুদ্ধিকরণ’ বৃদ্ধের

Extramarital affairs: বীরভূমের নলহাটি থানার বাঁধখেলা গ্রামের বাসিন্দা নুরুল হোদা ২০০৭ সালে তাঁর ছেলে দিলওয়ার হোসেনের বিয়ে দেন। তাদের ১৭ বছরের এক পুত্রসন্তান ও ১৪ বছরের এক কন্যাসন্তান রয়েছে। কয়েকমাস আগে দিলওয়ারের স্ত্রী স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে যান। সেখানে গতকাল অন্য এক পুরুষকে বিয়ে করেন দিলওয়ার হোসেনের স্ত্রী।

Birbhum: স্বামী-সন্তানদের ছেড়ে ফের বিয়ে মহিলার, ছেলে-নাতিকে দুধ দিয়ে শুদ্ধিকরণ বৃদ্ধের
দুধ দিয়ে ছেলে ও নাতিকে স্নান করালেন বৃদ্ধImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 12, 2025 | 7:27 PM

বীরভূম: দুই সন্তান ও স্বামীকে ছেড়ে অন্যজনকে বিয়ে করে চলে গিয়েছে বৌমা। তারপরই নাতি ও ছেলেকে দুধ দিয়ে স্নান করিয়ে ‘শুদ্ধিকরণ’ করলেন বৃদ্ধ। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার বাঁধখেলা গ্রামের। শুক্রবার গ্রামবাসীদের জড়ো করে ২০ লিটার খাঁটি গরুর দুধ দিয়ে নাতি ও ছেলেকে স্নান করালেন বৃদ্ধ। তাঁর দাবি, “ওই মহিলার সঙ্গে সংসার করে নাতি ও ছেলে অশুদ্ধ হয়ে গিয়েছিল। তাই গরুর দুধ দিয়ে স্নান করিয়ে তাদের শুদ্ধ করলাম।”

বীরভূমের নলহাটি থানার বাঁধখেলা গ্রামের বাসিন্দা নুরুল হোদা ২০০৭ সালে তাঁর ছেলে দিলওয়ার হোসেনের বিয়ে দেন। তাদের ১৭ বছরের এক পুত্রসন্তান ও ১৪ বছরের এক কন্যাসন্তান রয়েছে। কয়েকমাস আগে দিলওয়ারের স্ত্রী স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে যান। সেখানে গতকাল অন্য এক পুরুষকে বিয়ে করেন দিলওয়ার হোসেনের স্ত্রী।

সেই খবর দিলওয়ারের বাবা নুরুল হোদার কাছে পৌঁছায়। তারপর এদিন তিনি সিদ্ধান্ত নেন, গ্রামবাসীদের ডেকে জড়ো করে ছেলে ও নাতিকে খাঁটি গরুর দুধে স্নান করিয়ে ‘শুদ্ধিকরণ’ করবেন। সেইমতো বাঁধখেলা গ্রামে ছেলে ও নাতিকে চেয়ারে বসিয়ে ২০ লিটার খাঁটি গরুর দুধ মাথায় ঢেলে স্নান করালেন। সেখানে যথারীতি ভিড় জমে গিয়েছিল। গ্রামবাসীদের অনেকেই ২ জনের মাথায় দুধ ঢেলে স্নান করালেন।

এই নিয়ে দিলওয়ার হোসেন বলেন, “আমার ১৮ বছর আগে বিয়ে হয়েছিল। দুই ছেলে-মেয়ে রয়েছে। তারপরও স্ত্রী অন্যকে বিয়ে করে চলে গিয়েছে। তাই দুধ দিয়ে স্নান করলাম।” দিলওয়ারের নাবালক পুত্র বলে, “মায়ের জন্য বাড়ি থেকে বেরতে পারছি না। লোকে নানা কথা বলছে।” অন্যদিকে, ছেলে ও নাতিকে দুধ দিয়ে স্নান করিয়ে বৃদ্ধ নুরুল হোদা বলেন, “দুধ দিয়ে স্নান করিয়ে ছেলে ও নাতির আজ শুদ্ধিকরণ করলাম।”