Bolpur: বোলপুরে যুবকের দেহ উদ্ধার হতেই তুমুল বিক্ষোভ, ‘মেয়েটাই টাকা দিয়েই এই কাণ্ড করেছে’, বলছে পরিবার

Bolpur Tension: ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। মুহূর্তেই পরিস্থিতি সামাল দিতে বড় পুলিশ বাহিনীকে নিয়ে আসা হয়।

Bolpur: বোলপুরে যুবকের দেহ উদ্ধার হতেই তুমুল বিক্ষোভ, ‘মেয়েটাই টাকা দিয়েই এই কাণ্ড করেছে’, বলছে পরিবার
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 03, 2025 | 2:41 PM

বোলপুর: বোলপুরে যুবকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। বিবাহ-বর্হিভূত সম্পর্কের জেরেই খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করছে মৃতের আত্মীয়রা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। মৃত যুবকের নাম রোহিত সাউ (২৩)। ঘটনাটি ঘটেছে বোলপুরের সাত নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ স্কুলের ক্যানাল পাড়ে। সেখান থেকেই ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, গোটা শরীরে মারধরের চিহ্ন রয়েছে। খবর পেতেই এলাকায় যায় পুলিশ। পুলিশ যেতেই আরও বাড়ে উত্তেজনার পারদ। বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় স্থানীয় বাসিন্দারা। 

রোহিতের পরিবারের দাবি, মঙ্গলবার রাত পর্যন্ত বাড়িতেই ছিলেন রোহিত। কিন্তু ভোররাতে ফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। তাঁদের সন্দেহ ডেরে নিয়ে যাওয়ার পরেই তাঁকে মারধর করে খুন করা হয়। তারপর ঝুলিয়ে দেওয়া হয়। 

ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই পরিস্থিতি সামাল দিতে বড় পুলিশ বাহিনীকে নিয়ে আসা হয়। সূত্রের খবর, এলাকার এক মহিলার বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল রোহিতের। সেই টানাপোড়েন থেকেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃতের দিদি বলছেন, “ওই মেয়ে কারও সঙ্গে আবার ফেঁসে গিয়েছে। টাকা দিয়ে এই কাণ্ড করেছে। মেয়েটার ফোন সার্চ করা হোক। আমরা এই ঘটনার তদন্ত চাইছি।”