বীরভূম: মুম্বইয়ে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বাংলার এক পরিযায়ী শ্রমিক। উদ্বিগ্ন পরিবার। এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। থানায় গিয়েও নিখোঁজ ডায়েরি জানাতে পারেননি পরিবারের সদস্যরা। ঘটনাটি বীরভূমের পাড়ুই থানার সাত্তর মনোহরপুর গ্রামে।
বীরভূমের পাড়ুই থানার সাত্তর অঞ্চলের মনোহরপুর গ্রামের বাসিন্দা রূপকুমার বাউড়ি। দুই ছোট্ট সন্তান ও স্ত্রীকে নিয়ে তাঁর বাস। গত সোমবার তাঁর শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পালিটা গ্রামের প্রতিবেশী কুমার সর্দারের সঙ্গে রাজমিস্ত্রির কাজে ট্রেনে করে মুম্বই যাচ্ছিলেন। প্রতিবেশীর বক্তব্য, মুম্বই ঢোকার আগে আচমকায় নিখোঁজ হন রূপকুমার বাউড়ি। ঘটনার চার দিন কেটে গেল আজও কোন খবর নেই। যে প্রতিবেশীর সঙ্গে যাচ্ছিলেন, তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রূপকুমার আদৌ ট্রেন থেকে কোথায় গেলেন? কোনও স্টেশনে নেমে গেলেন কিনা, সেটাও দেখা প্রয়োজন। কিন্তু অভিযোগ উঠছে, পুলিশ তো এ ব্যাপারে কোনও উদ্যোগই নিচ্ছে না।
উদ্বিগ্ন পরিবার বীরভূমের পাড়ুই থানায় অভিযোগ করতে গেলে ফিরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ কমিটিও গঠন করেছেন। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের কথা ভাবলেও বীরভূমের পাড়ুই থানার পুলিশ কোন সহযোগিতা করছে না নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিবারকে। খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে মনোহরপুর গ্রাম জুড়ে।