
বীরভূম: তিনি বীরভূম জেলার একমাত্র বিজেপি বিধায়ক। ‘ঘাস জমিতে’ ফোটা বেনজির ‘পদ্ম’। সেই বিধায়কই নাকি ‘নিখোঁজ’। দুবরাজপুরে কাজল শেখ পা দিতেই ঢি পড়ল এলাকায়। ছড়িয়ে গেল সেই ‘নিখোঁজ বার্তা’। এমনকি, স্থানীয় থানায় গিয়ে একটি ‘মিসিং ডায়রি’ পর্যন্ত করে এলেন তিনি।
বাংলায় শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ। এখন অবশ্য এই প্রক্রিয়া আর সূচনা পর্বে নেই। অনেকটাই এগিয়ে গিয়েছে। কিন্তু এই সময়কালে একবারও খোঁজ মেলেনি দুবরাজপুরের বিধায়কের, এমনটাই অভিযোগ। কাজলের কথায়, মানুষ যখন এসআইআর নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন। সেই সময় ‘মিসিং’ থেকেছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা।
এদিন কাজল শেখ বলেন, ‘আমি অনেকের সঙ্গে কথা বলেছি। সবার এক দাবি, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে। সেদিন থেকে অনুপ সাহা মিসিং। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের কাউন্সিলর ও সাংগঠনিক নেতা-কর্মীকে মানুষকে ফর্ম ফিল আপে সাহায্য করেছি। কিন্তু এখানকার যিনি বিধায়ক তাঁর কোনও সহযোগিতা পাওয়া যায়নি।’
এরপরেই একটি ‘মিসিং ডায়রি’ দায়ের করতে উদ্যত্ত হন কাজল। এদিন স্থানীয়দের স্বাক্ষর জোগাড় করে দুবরাজপুর থানায় গিয়ে একটি ‘নিখোঁজ’ অভিযোগ দায়ের করে এসেছেন তিনি। তারপরেই চটেছেন বিধায়ক অনুপ সাহা। তৃণমূল নেতা দুবরাজপুরের শান্তি নষ্ট করছেন বলেই অভিযোগ তাঁর।
বিধায়কের কথায়, ‘উনি হলেন ভোট পাখি। সুদূর নানুর থেকে দুবরাজপুরে এসেছেন শান্তি বিঘ্নিত করতে। আর এসআইআর নিয়ে কথা বলছেন? আমরাই চেয়েছিলাম এসআইআর হোক। আপনাদের নেত্রী প্রতি মুহুর্তে এসআইআর-এর বিরোধিতা করে গিয়েছেন। আমাদের বিএলএ-দের উপর হামলা চালানো হয়েছে। বিএলও-রা আক্রান্ত হয়েছে।’