Birbhum: গায়ে নেই সুতোটুকুও, উলঙ্গ অবস্থায় ঘরের বৌকে দেখে চোখ নামাল পরিবার

Birbhum: জানা গিয়েছে, মৃতের নাম হিপুন টুটু (৩৪)। পেশায় কৃষক তিনি। ছেলে বাইরে কাজ করতেন। সেই কারণে তিনি একাই থাকতেন। আজ সকালে মহিলার উলঙ্গ অবস্থায় দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি খুন করা হয়েছে তাঁকে। পুলিশ গোটা ঘটনার ময়নাতদন্ত শুরু করেছে।

Birbhum: গায়ে নেই সুতোটুকুও, উলঙ্গ অবস্থায় ঘরের বৌকে দেখে চোখ নামাল পরিবার
মৃতদেহ উদ্ধার Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 20, 2023 | 5:59 PM

বীরভূম: বাড়িতে একাই থাকতেন মহিলা। তবে তাঁকে এই অবস্থায় খুঁজে পাবেন তা অন্তত কেউ ভাবেননি। ঘরের মধ্যেই উলঙ্গ অবস্থায় উদ্ধার হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে বীরভূমের পারুই থানার অন্তর্গত বাতিকার গ্রামের ঘটনা। সেখানেই উলঙ্গ অবস্থায় পড়েছিলেন ওই মহিলা।

জানা গিয়েছে, মৃতের নাম হিপুন টুটু (৩৪)। পেশায় কৃষক তিনি। ছেলে বাইরে কাজ করতেন। সেই কারণে তিনি একাই থাকতেন। আজ সকালে মহিলার উলঙ্গ অবস্থায় দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি খুন করা হয়েছে তাঁকে। পুলিশ গোটা ঘটনার ময়নাতদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা বলেন, “পুকুরের কাছে বোনের মৃতদেহ উদ্ধার হয়েছে। কী কারণে মারা গেছে জানি না। তবে খুন করা হয়েছে বলে মনে করি। উনি একাই থাকত। ময়নাতদন্ত না হলে বলতে পারছি না।”