বীরভূম: পুলিশের জালে ভাদু শেখ খুনের মূল অভিযুক্ত নিউটন শেখ। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করেছে বীরভূমের মাড়গ্রাম থানার পুলিশ। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। মিলেছে কার্তুজ, ওয়ান শটার। মাড়গ্রাম থানা এলাকার অন্তর্গত বিষ্ণুপুর থেকে গ্রেফতার করা হয়েছে নিউটনকে। গত বছর তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর সেই রাতেই বগটুই গ্রামে একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই ভাদু শেখ খুনে নিউটনে নাম উঠে এলেও গত এক বছর ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
হাইকোর্টের নির্দেশে বগটুই গণহত্যা ও ভাদু শেখ খুনের তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। কিন্তু নিউটনের নাগাল পাননি গোয়েন্দারাও। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে তল্লাশি চালানোর সময় ধরা পড়লেন সেই নিউটন শেখ। পুলিশ সূত্রে খবর, ভোটের আগে আগ্নেয়াস্ত্র ও বোমার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সেই সূত্রেই পুলিশের কাছে খবর এসেছিল মাড়গ্রামে কোনও এক ব্যক্তির কাছে রয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। সেখানে পৌঁছে পুলিশ জানতে পারে, এই সেই নিউটন শেখ, যাঁর বিরুদ্ধে ভাদু খুনের অভিযোগ রয়েছে।
গত বছরের ২১ মার্চ বোমার আঘাতে মৃত্যু হয় ভাদু শেখের। ওই দিন রাতে বগটুই গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ১০। ভাদু শেখের অনুগামীরাই আগুন ধরিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই ভাদু শেখ খুনে এফআইআরে নাম ছিল নিউটন শেখের। এর আগে ভাদু খুনের ঘটনায় পলাশ শেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।