Birbhum: সরকারি নির্দেশ আসার পরেও কাজে যোগ দিলেন না বীরভূমের দুই থানার ওসি, কে নাড়ছে কলকাঠি?

হিমাদ্রী মণ্ডল | Edited By: জয়দীপ দাস

Dec 15, 2024 | 12:44 PM

Birbhum: পুলিশের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, শেখ ইজরায়েল নতুন দায়িত্বে না যাওয়ার কারণেই পুরো বিষয়টা থমকে যাচ্ছে। সম্প্রতি, রাজ্য পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টরদের একটি বদলির নির্দেশ আসে। ওই নির্দেশিকাতেই তপাই বিশ্বাসকে রামপুরহাট থানার ট্রাফিক গার্ডে পাঠানো হয়।

Birbhum: সরকারি নির্দেশ আসার পরেও কাজে যোগ দিলেন না বীরভূমের দুই থানার ওসি, কে নাড়ছে কলকাঠি?
প্রশাসনিক মহলে চাপানউতোর
Image Credit source: TV 9 Bangla

Follow Us

সিউড়ি: ওসি বদল নিয়ে বড়সড় জটিলতা বীরভূমে। আগেই এসেছে যোগদানের নির্দেশিকা। তা হাতে পাওয়ার পরেও কাজে যোগ দিতে পারছেন না। এদিকে জেলা পুলিশ সুপার বলছেন ১৭ ডিসেম্বরের মধ্যে তাঁদের কাজে যোগ দিতে হবে। তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। কিন্তু, কেন এই অবস্থা? 

সূত্রের খবর, গত ২ ডিসেম্বর বীরভূমের দুবরাজপুর থানার ওসি তাপাই বিশ্বাসকে নানুর থানায় যোগদানের কথা বলা হয়েছিল। কিন্তু, এখনও তিনি যোগ দেননি। এদিকে বর্তমানে নানুর থানার দায়িত্বে রয়েছেন শেখ ইজরায়েল। তাঁর জায়গাতে আসার কথা তপাই বিশ্বাসের। কিন্তু, সরকারি নির্দেশ আসার পরেও তাঁরা তা না মানায় ক্ষুব্ধ পুলিশ সুপার রাজনারায়ন মুখোপাধ্যায়। দিয়েছেন কড়া নির্দেশ। 

পুলিশের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, শেখ ইজরায়েল নতুন দায়িত্বে না যাওয়ার কারণেই পুরো বিষয়টা থমকে যাচ্ছে। সম্প্রতি, রাজ্য পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টরদের একটি বদলির নির্দেশ আসে। ওই নির্দেশিকাতেই তপাই বিশ্বাসকে রামপুরহাট থানার ট্রাফিক গার্ডে পাঠানো হয়। অন্যদিকে নানুর থানার ওসি শেখ ইজরায়েলকে বারাসতের সাইবার ক্রাইমে পোস্টিং দেওয়া হয়। যদিও পরে আবার জেলা পুলিশ সুপার তাঁকে নানুর থানাক ওসির দায়িত্ব নিতে বলা হয়। কিন্তু, নির্দেশিকা আসার পর কেটে ১৩ দিন। তারপরেও যোগদান না করায় বাড়ছে চাপানউতোর। সূত্রের খবর, শেখ ইজরায়েল এখনও বারাসতের সাইবার ক্রাইমে যোগ দেননি। সে কারণেই পুরো বিষয়ে তৈরি হয়েছে জট। 

Next Article