Birbhum: ধান খেয়েছে ছাগল, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত ১

TMC inner clash: মৃতের ছেলে কনক মল্লিক বলেন, "আমার বাবার জমিতে ছাগল ধান খেয়েছিল। বাবা বলতে গিয়েছিল। তখন বাবাকে হুমকি দিয়েছিল আব্দুল মান্নান। বলেছিল, মেরে দেব। শেষপর্যন্ত মেরেই ফেলল। শাবল, রড দিয়ে মাথায় আঘাত করে। মান্নানের গুন্ডা বাহিনীর জন্য আমরা এমনিতে ভীত সন্ত্রস্ত থাকি। আমরা ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।"

Birbhum: ধান খেয়েছে ছাগল, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত ১
কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 08, 2025 | 10:01 AM

লাভপুর: জমির ধান খেয়েছে ছাগল। সেই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। হাতাহাতি। তার জেরে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃতের নাম আব্দুল রহমান মল্লিক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের লাভপুরে। ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংয়ের বক্তব্য, ওই গ্রামের সকলেই তৃণমূল কর্মী।

জানা গিয়েছে, লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে বুধবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধেছিল। ছাগলে ধান খাওয়া নিয়ে প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। পরে লাঠি নিয়ে মারধর শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। আহত হয় দুই গোষ্ঠীর কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় লাভপুর থানার পুলিশ। পরে বোলপুর SDPO নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে গতকাল সিউড়ির একটি নার্সিংহোমে আব্দুল রহমান মল্লিকের মৃত্যু হয়। খবর পৌঁছতেই গ্রামে উত্তেজনা ছড়ায়। শনিবার সকাল থেকেই গ্রামজুড়ে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, সেজন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। স্থানীয় আব্দুল মান্নান নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরব হয়েছে মৃতের পরিবার। মৃতের ছেলে কনক মল্লিক বলেন, “আমার বাবার জমিতে ছাগল ধান খেয়েছিল। বাবা বলতে গিয়েছিল। তখন বাবাকে হুমকি দিয়েছিল আব্দুল মান্নান। বলেছিল, মেরে দেব। শেষপর্যন্ত মেরেই ফেলল। শাবল, রড দিয়ে মাথায় আঘাত করে। মান্নানের গুন্ডা বাহিনীর জন্য আমরা এমনিতে ভীত সন্ত্রস্ত থাকি। আমরা ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।” অভিযুক্ত ১৫ জনের মধ্যে এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ খারিজ করে দিয়েছেন স্থানীয় বিধায়ক অভিজিৎ সিং। তিনি বলেন, “ওই গ্রামের সকলেই তৃণমূল। জমিতে ধান খাওয়া নিয়ে দুই পরিবারের সংঘর্ষের এই ঘটনা ঘটেছে।”