Rampurhat Medical: ২৪ ঘণ্টার ব্যবধানে রোগীমৃত্যুতে আবারও উত্তাল রামপুরহাট মেডিক্যাল

Birbhum: শনিবার বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় এক রোগীর। পরিবারের দাবি, ভুল চিকিৎসা করা হয় রোগীর। তাই এমন চরম পরিণতি হল। অভিযোগ, এরপরই রোগীর আত্মীয়রা হাসপাতালে চড়াও হন। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে।

Rampurhat Medical: ২৪ ঘণ্টার ব্যবধানে রোগীমৃত্যুতে আবারও উত্তাল রামপুরহাট মেডিক্যাল
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Aug 04, 2024 | 10:22 PM

বীরভূম: রোগী মৃত্যুতে আবারও উত্তাল সরকারি হাসপাতাল। বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুধু তাই শিক্ষানবিশ চিকিৎসকদের ভূমিকা নিয়েও নিহতের পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে। ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেওয়ার চেষ্টা করা হয়।

শনিবার বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় এক রোগীর। পরিবারের দাবি, ভুল চিকিৎসা করা হয় রোগীর। তাই এমন চরম পরিণতি হল। অভিযোগ, এরপরই রোগীর আত্মীয়রা হাসপাতালে চড়াও হন। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে।

তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের চিকিৎসার গাফিলতিতে আরও এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল এই হাসপাতালেই। বীরভূমের নলহাটি থানার কয়থা গ্রামের বাসিন্দা ছিলেন শুকচাঁদ শেখ। অসুস্থতা নিয়ে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

শুকচাঁদের ছেলে রিপন শেখ বলেন, “আজ একবার দেখার পর আর কোনও ডাক্তার দেখতে আসেননি। সন্ধ্যায় মানুষটা মরে গেল। ওরা আমাদের কুকুর ছাগল মনে করে। একজন ডাক্তার ছিল না। অথচ যেই হইচই করলাম ১০০ ডাক্তার মনে হয় চলে এল। তার মানে এখানে ডাক্তার ছিল। মারা যাওয়ার পর ডাক্তার”