Pujoy Pulse: ‘আহা কী খেতে…’, বাজারে পালসের গোলমোল আসতেই তুমুল হইচই

Oct 04, 2024 | 2:38 PM

Pujoy Pulse: নতুন পালস ক্যান্ডি বাজারে আসতেই উন্মাদনা তুঙ্গে। ভিড় ছিল চোখে পড়ার মতো। ট্যাবলোর সামনে আট থেকে আশি সকলেই ছিলেন।

1 / 7
পুজো তো এসেই গেল। আর কয়েকদিন। শপিং নিশ্চয়ই শেষ? নাকি শেষ মুহূর্তের কেনাকাটা এখনও বাকি? জানেন তো এই পুজোতে সারপ্রাইজ নিয়ে এসেছে পালস?

পুজো তো এসেই গেল। আর কয়েকদিন। শপিং নিশ্চয়ই শেষ? নাকি শেষ মুহূর্তের কেনাকাটা এখনও বাকি? জানেন তো এই পুজোতে সারপ্রাইজ নিয়ে এসেছে পালস?

2 / 7
পালস ক্যান্ডি নতুন স্বাদ ইমলি গোলমোল। যদি এখনও না খেয়ে থাকেন তাহলে আপনার  নিকটবর্তী দোকানে গিয়ে খেয়ে দেখতেই পারেন।

পালস ক্যান্ডি নতুন স্বাদ ইমলি গোলমোল। যদি এখনও না খেয়ে থাকেন তাহলে আপনার নিকটবর্তী দোকানে গিয়ে খেয়ে দেখতেই পারেন।

3 / 7
পালস খেতে লম্বা লাইন

পালস খেতে লম্বা লাইন

4 / 7
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পালস ট্যাবলো ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। আর এবার টফি ভর্তি ট্যাবলো পৌঁছল বীরভূমে। আর সেই ট্যাবলো দেখে খুশি ডগমগ আট থেকে আশি সকলেই।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পালস ট্যাবলো ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। আর এবার টফি ভর্তি ট্যাবলো পৌঁছল বীরভূমে। আর সেই ট্যাবলো দেখে খুশি ডগমগ আট থেকে আশি সকলেই।

5 / 7
প্রত্যেকেই চাইছে একবার অন্তত একটি টফির স্বাদ পেতে। সেই কারণে ট্যাবলো সামনের ভিড় যেন হার মানাবে পুজো প্যান্ডেলের ভিড়কেও।

প্রত্যেকেই চাইছে একবার অন্তত একটি টফির স্বাদ পেতে। সেই কারণে ট্যাবলো সামনের ভিড় যেন হার মানাবে পুজো প্যান্ডেলের ভিড়কেও।

6 / 7
এ দিন প্রচুর মানুষ ট্যাবলোর সামনে দৌড়ে চলে এলেন। কেই বললেন, "এই রকম টফি কোনও দিন খাইনি।" কেউ আবার বললেন, "টক-মিষ্টি স্বাদের এই ক্যান্ডি কেন বাজারে এল না..."

এ দিন প্রচুর মানুষ ট্যাবলোর সামনে দৌড়ে চলে এলেন। কেই বললেন, "এই রকম টফি কোনও দিন খাইনি।" কেউ আবার বললেন, "টক-মিষ্টি স্বাদের এই ক্যান্ডি কেন বাজারে এল না..."

7 / 7
প্রত্যেকেই টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২-কে ধন্যবাদ জানালেন এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য

প্রত্যেকেই টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২-কে ধন্যবাদ জানালেন এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য

Next Photo Gallery