Rampurhat: বারুদের স্তূপ বীরভূমে ৬৪০০ পিস জিলেটিন স্টিক উদ্ধার

Birbhum: এর আগেও বীরভূমের মহম্মদ বাজার, নলহাটি, রামপুরহাট-সহ একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল। সেই ঘটনাগুলির তদন্ত ইতিমধ্যেই হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। মনোজ সিং নামে এক পাথর ব্যবসায়ীকেও গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা।

Rampurhat: বারুদের স্তূপ বীরভূমে ৬৪০০ পিস জিলেটিন স্টিক উদ্ধার
জিলেটিন স্টিক উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 25, 2024 | 12:50 PM

রামপুরহাট: ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার বীরভূমের রামপুরহাটে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে রামপুরহাটের হস্তিকন্দা মোড়ে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় এবং ১৬ বস্তা ভর্তি ৬৪০০ পিস জিলেটিন স্টিক উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। কে বা কারা কী  উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলিকে এখানে রেখেছিল তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এর আগেও বীরভূমের মহম্মদ বাজার, নলহাটি, রামপুরহাট-সহ একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল। সেই ঘটনাগুলির তদন্ত ইতিমধ্যেই হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। মনোজ সিং নামে এক পাথর ব্যবসায়ীকেও গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। নলহাটির বাড়ি থেকে তাঁকে তুলে আনা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এই পাথর ব্যবসায়ী মনোজ পঞ্চায়েতের সময়ে তৃণমূলের টিকিটে লড়ে জিতেওছিলেন।

এর আগে গত অগস্ট মাসেই রোজিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ টি বাক্স উদ্ধার হয়। তার মধ্যে ১২ হাজার জিলেটিন স্টিক ছিল। এমনিতেই বীরভূম কার্যত বারুদের স্তূপ! প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের কাছেও এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। যেভাবে বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়, তা নিয়ে পুলিশ প্রশাসনের চিন্তার বিষয়। তার মধ্যেই এখানে জিলেটিন স্টিক কারা কী উদ্দেশ্যে জড়ো করেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।