Rampurhat: বাইক থেকে নেমেই পরপর গুলি, মৃত্যু একজনের

Rampurhat: আজ বেলা এগারোটা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নিরষা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় পাঁচটি মোটর সাইকেলে চেপে আট-দশজন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

Rampurhat: বাইক থেকে নেমেই পরপর গুলি, মৃত্যু একজনের
রামপুরহাটে মৃত্যুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 27, 2025 | 2:56 PM

রামপুরহাট: বীরভূমে শ্যুট আউট। পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। সেই গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কির। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নিরষা গ্রামে। তিনি পাথর ক্রাসারের মালিক।

আজ বেলা এগারোটা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নিরষা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় পাঁচটি মোটর সাইকেলে চেপে আট-দশজন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি টাকার না দেওয়ায় তাঁকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুদীপের।

পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক প্রত্যক্ষদর্শী সঞ্জয় বাগ বলেন, “আমি তো দেখলাম উনি রক্তাক্ত অবস্থায় রয়েছেন। পরে মারা গিয়েছেন কি না জানি না। প্রথমে আমি শুনেছিলাম কিছু দুষ্কৃতী ছিনতাই করছে। পরে আবার শুনি গুলি চালিয়েছে।”