Bank Robbery: সিঁধেল ডাকাত! এইটুকু গর্তের মধ্যে দিয়ে গলেই ডাকাতি

Bank Robbery: ঘটনাটি ঘটেছে বীরভূমের পারুই থানার অন্তর্গত মঙ্গলডিহি গ্রামের। সেখানে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এলাকার লোকজন প্রথমে দেখতে পায় ঘটনাটি। পরবর্তী ক্ষেত্রে খবর দেয়া হয় পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।

Bank Robbery: সিঁধেল ডাকাত! এইটুকু গর্তের মধ্যে দিয়ে গলেই ডাকাতি
এই গর্ত কেটেই ডাকাতি Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 12, 2023 | 1:44 PM

পারুই (বীরভূম): ইটের দেওয়াল। তাতে একটা গর্ত। সেই গর্ত দিয়ে মানুষ ঢোকা দায়। তবে সেখান আশ্চর্যের বিষয় সেখান থেকে ঢুকে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ডাকাতি করে গিয়েছে ডাকাতরা। যা দেখে তাজ্জ্বব হয়ে যান পুলিশ আধিকারিকরাও।

ঘটনাটি ঘটেছে বীরভূমের পারুই থানার অন্তর্গত মঙ্গলডিহি গ্রামের। সেখানে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এলাকার লোকজন প্রথমে দেখতে পায় ঘটনাটি। পরবর্তী ক্ষেত্রে খবর দেয়া হয় পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। যদিও এখনো পর্যন্ত কত টাকা খোয়া গিয়েছে তা জানতে পারা যায়নি। ঘটনাস্থলে পাড়ুই থানার পুলিশ ও ব্যাঙ্কের আধিকারিক ও কর্মীরা।

ব্যাঙ্কের এক কর্মী বলেন, “আমরা সকালে এসে যখন ব্রাঞ্চ খুলি দেখি দেওয়ালের একটা অংশ গর্ত করা হয়েছে। সঙ্গে-সঙ্গে পুলিশকে খবর দিই। তবে টাকা পয়সা কিছু চুরি যায়নি।” ব্যাঙ্কে আসা আরও এক ব্যক্তি বলেন, “আমি তো টাকা জমা দিতে এসেছিলাম। এসে শুনি ডাকাতি হয়েছে। এখন তো চিন্তা হচ্ছে স্বাভাবিক ভাবে।”