Bolpur: ‘খালি বলত আমি আইবুড়ো…’, কলকাতায় স্ত্রী-ছেলে, শান্তিনিকেতনে এসে অন্যের বৌ-এর সঙ্গে সহবাস, জানাজানি হতেই থানার সামনেই প্রেমিকা যা করল….

Santiniketan: কলকাতার বাসিন্দা সুভাষ গোমস্তা। কর্মসূত্রে তিনি বোলপুরে থাকেন। অভিযোগ,  শান্তিনিকেতনে কাজের জায়গায় এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

Bolpur: খালি বলত আমি আইবুড়ো..., কলকাতায় স্ত্রী-ছেলে, শান্তিনিকেতনে এসে অন্যের বৌ-এর সঙ্গে সহবাস, জানাজানি হতেই থানার সামনেই প্রেমিকা যা করল....
এই ব্যক্তির বিরুদ্ধেই অভিযোগ Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 08, 2025 | 6:53 PM

বোলপুর: বাড়িতে রয়েছে বৌ। সঙ্গে সন্তানও। সেই সব কিছু গোপন করে পরকীয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, সহবাসেও জড়িয়ে পড়েন তিনি। এরপর থানার সামনেই প্রেমিককে জুতোপেটা প্রেমিকার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতনে।

কলকাতার বাসিন্দা সুভাষ গোমস্তা। কর্মসূত্রে তিনি বোলপুরে থাকেন। অভিযোগ,  শান্তিনিকেতনে কাজের জায়গায় এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর বিষয়টি জানতে পেরে যান প্রেমিকা। তখনই কৌশলগতভাবে অভিযোগকারীনি শান্তিনিকেতন থানার সামনে ডেকে পাঠান সুভাষকে। তারপরই জুতোপেটা করেন। গোটা ঘটনায় থানার দ্বারস্থ প্রেমিকা।

প্রেমিকার বোন বলেন, “আমার দিদির সঙ্গে অনেকবার শারীরিক সম্পর্ক করেছে। ওর বৌ-আছে, বাচ্চা আছে। সে আবার ক্লাস ওয়ানে পড়ে। সব সময় দিদিকে বলেছে ও নাকি আইবুড়ো। আজই জানতে পেরেছি ওর বৌ আছে। প্রতিবার বিয়ের প্রতিশ্রুতি দিত আর ডেকে রেস্তোঁরায় নিয়ে যেত। তারপর দেখছি বলছে নিজের বৌকে হ্যাকার। ও ভাল মেয়ে নয়।”