Shantiniketan: ‘সেদিন বারান্দায় বসে চা খাচ্ছি, ও গাছের তলার লুকিয়ে ছিল’, শান্তিনিকেতনে গিয়ে হাইকোর্টের আইনজীবী ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার

Shantiniketan: অভিযোগ, রবিবার সকালে বোলপুরের একটি হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন আইনজীবী। সেই সময় মোটরবাইকে এসে এক দুষ্কৃতী  বিভিন্নভাবে তাঁকে বীরভূম ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছে বলে অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে তাঁকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ।

Shantiniketan: সেদিন বারান্দায় বসে চা খাচ্ছি, ও গাছের তলার লুকিয়ে ছিল, শান্তিনিকেতনে গিয়ে হাইকোর্টের আইনজীবী ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার
আক্রান্ত আইনজীবীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 15, 2025 | 4:33 PM

শান্তিনিকেতন: ফের শান্তিনিকেতনে আক্রান্ত কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য রায়। অভিযোগ, দিন কয়েক আগেও শান্তিনিকেতনে হুমকি দেওয়া হয়েছিল এই আইনজীবীকে। দেখানো হয়েছিল ধারালো অস্ত্র এবং বীরভূম ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছিল তাঁকে। তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন শান্তিনিকেতন ও ইলামবাজার থানাতে।

অভিযোগ, রবিবার সকালে বোলপুরের একটি হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন আইনজীবী। সেই সময় মোটরবাইকে এসে এক দুষ্কৃতী  বিভিন্নভাবে তাঁকে বীরভূম ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছে বলে অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে তাঁকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ।

ঘটনার পর তড়িঘড়ি আইনজীবী যান শান্তিনিকেতন থানায়। মৌখিকভাবে তিনি গোটা বিষয়টি থানায় জানান। তিনি জানিয়েছেন আদালতে মামলা লড়ার জন্য একাধিক ব্যক্তির সঙ্গে শত্রুতা থাকতে পারে। সে কারণেই এই ধরনের কাজ হচ্ছে বলে মনে করছেন তিনি।

আইনজীবী বলেন, “গত মাস থেকে হুমকি পাচ্ছি। প্রান্তিকে জোড়া বিজ্রের কাছে একটি হোটেলে আমাকে এসে হুমকি দেয়। আমি শান্তিনিকেতন থানায় জানাই। আমি এফআইআর করিনি। এই মাসের ৪ ও ৫ তারিখ ইলামবাজার জঙ্গলে ও বাড়ির সামনে দুবার এসে হুমকি দেওয়া হয়। আমার জামার কলার ধরে ছুরি দেখানো হয়। কলকাতা ফিরে যাই। শান্তিনিকেতনে থাকি। শনিবার আমি আমার বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছি। তখন সাদা গেঞ্জি পরা একজন এসে লুকিয়ে ছিল। আজকে কোপাই নদীর ধারে আবার হুমকি দেয়। একটা ইট ছুড়ল। আমার মাথা লক্ষ্য করেই ইট ছোড়ে।”