Tarapith Police Station: ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ, তারাপীঠ থানার পুলিশের হাতে আটক ২১ বিজেপি কর্মী

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 11, 2023 | 2:39 PM

Birbhum: প্রসঙ্গত, শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে তারাপীঠ। বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপি কর্মীরা তারাপীঠ থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ, তারাপীঠ থানার ওসি বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় গ্রেফতার ও শাসকদলের হয়ে পক্ষপাতিত্ব করছেন।

Tarapith Police Station: ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ, তারাপীঠ থানার পুলিশের হাতে আটক ২১ বিজেপি কর্মী
বিক্ষোভ বিজেপি কর্মীদের
Image Credit source: Tv9 Bangla

Follow Us

তারাপীঠ: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। সেই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মীরা। এদের মধ্যে তিনজন বিজেপি কর্মীকে গ্রেফতার করল তারাপীঠ থানার পুলিশ। থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় পুলিশি ব্যারিকেড ভেঙে থানা চত্বরে ঢুকে ওই তিনজন। এরপরই তাঁদের গ্রেফতার করে তারাপীঠ থানার পুলিশ। অভিযুক্তদের নাম চিরন মাল,উত্তম লেট ও বাপী ভুঁইমালি।

প্রসঙ্গত, শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে তারাপীঠ। বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপি কর্মীরা তারাপীঠ থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ, তারাপীঠ থানার ওসি বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় গ্রেফতার ও শাসকদলের হয়ে পক্ষপাতিত্ব করছেন। ধ্রুব সাহা গতকাল হুমকি দিয়ে বলেন, “তারাপীঠ থানার ওসিকে দ্বারকা নদীর জলে ফেলে দেবে জনতা। বিজেপি কর্মীদের উপর অত্যাচার করলে তারাপীঠ থানা তুলে দেব।” সেই অভিযোগ তুলে লাগাতার আন্দোলন চালিয়ে যান কর্মীরা।

আজও চলছিল বিক্ষোভ। বিক্ষোভ আটকাতে তারাপীঠ থানার সামনে মুল গেট বন্ধ করে ব্যারিকেড করে দেয় তারাপীঠ থানার পুলিশ। সেই ব্যারিকেড ভেদ করে থানা চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। ঘটনায় মোট ২১ জন বিজেপি কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা রুজু করে তারাপীঠ থানার পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে তারাপীঠ থানার পুলিশ। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

Next Article