
বীরভূম: গোটা বাংলা তো বটেই, পাশাপাশি রাজ্যের বাইরে থেকে তারাপীঠে মানুষ আসেন। পবিত্র এই স্থানে সারাক্ষণই ভক্তদের আনাগোনা লেগেই থাকে। সেই তারাপীঠে এই সব কাণ্ড?
বুধবার বীরভূমের তারাপীঠে এক বেসরকারি লজে পুলিশের হানা চালানো হয়। অভিযোগ,ওই লজে বেআইনি দেহ ব্যবসা চলছিল। ঘটনাস্থল থেকে লজের মালিক গৌতম নস্কর এবং এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তারাপীঠের মন্যমালিনী তলায় অবস্থিত ওই লজে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার অভিযান চালায় তারাপীঠ থানার পুলিশ। অভিযানে প্রাথমিক প্রমাণ পাওয়ার পরেই লজ মালিক ও এক মহিলাকে আটক করা হয়। পরে ধৃত ব্যক্তিকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাদের মতে,পুণ্যতীর্থ তারাপীঠে এই ধরনের কার্যকলাপ ধর্মীয় ভাবমূর্তিকে কলুষিত করছে। প্রশাসনের কাছে তাঁদের দাবি, এমন বেআইনি কাজ যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক।