
রামপুরহাট: ভরসন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল বীরভূমের মল্লারপুর থানা এলাকায়। টোটো ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দু’জনের। দুই শিশু-সহ গুরুতরভাবে জখম হয়েছেন আরও চারজন। তাঁদের সকলকেই রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার মহুলা গ্রামের কাছে।
মৃত্যু হয়েছে পমি লেট ও প্রতীক লেটের। তাঁরা সম্পর্কে বাবা ও মেয়ে। সূত্রের খবর, তাঁরা গিয়েছিলে বেলা গ্রামে এক আত্মীয়র বাড়িতে। সেখান থেকে ফিরছিলেন মৌলা গ্রামে। সেখানেই তাদের বাড়ি। কিন্তু, কে জানত পথেই তাঁদের জন্য অপেক্ষা করে আছে বড়সড় বিপদ। স্থানীয় সূত্রে খবর যে টোটোতে তাঁরা ফিরছিলেন তার উল্টোদিক থেকে একটি ট্রাক্টর আসছিল। তার সঙ্গেই টোটোর এক্কেবারে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় বাসিন্দারাই সকলকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি চার জনের অবস্থা আশঙ্কাজনক। তার মধ্যে রয়েছে দুইজন শিশুও রয়েছে। অন্যদিকে ট্রাক্টরটিকে আটক করেছে গ্রামবাসীরা। পরে পুলিশ এসে সেটিকে থানায় নিয়ে গিয়েছে। শোকের ছায়া গোটা এলাকায়।