Rampurhat: রামপুরহাটে ভয়ঙ্কর ঘটনা, স্নানে নেমে তলিয়ে গেল ৩ যুবক! প্রাণ বাঁচল শুধু একজনের

Birbhum News Update: ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশের কাছেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। ততক্ষণে উদ্ধারকাজে হাত লাগিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তিন যুবক একসঙ্গেই স্নান করতে নেমেছিল নদীতে।

Rampurhat: রামপুরহাটে ভয়ঙ্কর ঘটনা, স্নানে নেমে তলিয়ে গেল ৩ যুবক! প্রাণ বাঁচল শুধু একজনের
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 05, 2025 | 9:03 PM

রামপুরহাট: স্নান করতে নেমে ভয়ঙ্কর ঘটনা। ব্রাহ্মণী নদীর জলে তলিয়ে গেল তিন জন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়লেও ২ জনকে যখন উদ্ধার করা সম্ভব হয় তখন আর তাঁদের দেহে প্রাণ নেই। শুধুমাত্র একজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিন মর্মান্তিক এ ঘটনা ঘটে গিয়েছে ব্রাহ্মণী নদীর উপরে বৈধরা ব্যারাজের কাছে রামপুরহাট থানার কীর্তিপুর গ্রামের কাছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশের কাছেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। ততক্ষণে উদ্ধারকাজে হাত লাগিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তিন যুবক একসঙ্গেই স্নান করতে নেমেছিল নদীতে। আচমকা দু’জন তলিয়ে যায়। তাঁদের তলিয়ে যেতে দেখে অন্য যুবক বাঁচাতে যান। তখন তিনিও তলিয়ে যান। শেষে স্থানীয় বাসিন্দারাই তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। 

এদিকে খবর চাউর হতেই নদীর দুই ধারে প্রচুর মানুষের ভিড় জমতে শুরু করে। তিনজনকেই উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দু’জনকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা। অন্যজনের চিকিৎসা চলছে। তবে কারও নাম-পরিচয় এখনও জানা যায়নি।