Birbhum News: তুমুল ঝড়-বৃষ্টি বীরভূমে, বাজ পড়ে আহত ১

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 05, 2023 | 6:09 PM

Birbhum: জানা যাচ্ছে, বাড়ির ভিতরে বৃষ্টির জল ঢুকে লন্ডভন্ড বাড়িগুলি। পাশাপাশি সিউড়ির গরু ঝোড়া খাদিমপাড়া গ্রামেও ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে মাটির বাড়ির ছাউনি।

Birbhum News: তুমুল ঝড়-বৃষ্টি বীরভূমে, বাজ পড়ে আহত ১
ঝড়-বৃষ্টি বীরভূমে (নিজস্ব চিত্র)

Follow Us

বীরভূম: একটু বৃষ্টির জন্য হাপিত্যেশ করছেন কলকাতাবাসী। চাইছেন ঝড়-বৃষ্টি। কিন্তু কোথায় বৃষ্টি! এই প্রশ্ন একদিকে যখন করছেন কলকাতাবাসী অপরদিকে বীরভূমে তখন ঝরে পড়ছে বারিধারা। প্রবল ঝড়-বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত একাধিক মাটির বাড়ি। বীরভূমের (Birbhum) সিউড়ির (Suri) দু’নম্বর ব্লকের অন্তর্গত গজালপুর গ্রামের ঘটনা। ইতিমধ্যে তিন থেকে চারটি মাটির বাড়ির ছাউনি উড়ে গিয়েছে ঝড়ের কারণে। বাজ পড়ে একজনের আহত হওয়ার খবরও মিলছে।

জানা যাচ্ছে, বাড়ির ভিতরে বৃষ্টির জল ঢুকে লন্ডভন্ড বাড়িগুলি। পাশাপাশি সিউড়ির গরু ঝোড়া খাদিমপাড়া গ্রামেও ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে মাটির বাড়ির ছাউনি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সবজির ক্ষেত।

শুধু তাই নয়, বীরভূমের সিউড়ি-বোলপুর রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় বিপত্তি বেড়েছে। বড় গাড়ি যাতায়াত সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে ওই রাস্তায়। প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটার চেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও জেলার একাধিক জায়গায় বাড়ির ছাউনি উড়ে যাওয়া এবং গাছ ভাঙার খবর আসছে। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে একাধিক জায়গায় বিদ্যুৎ সংযোগহীন হয়ে থাকার খবরও পাওয়া গিয়েছে।

এ দিকে, নির্ধারিত সময়ের চার দিন পরও বর্ষা ঢুকল না কেরালায়। ফলে বাংলাতেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু লেট হওয়ার জোর আশঙ্কা। বর্ষার দেরি মানে গরমের বাড়াবাড়ি। ৯ জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রাজ্যে। বুধ, বৃহস্পতি, শুক্র- তিন দিন রাজ্যের ১৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। ভ্যাপসা গরমে নাকাল হবে বাকি জেলা। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে তাতে গরমের দাপট কমবে না। অন্তত এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

Next Article