Nanur: নানুরে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে ‘খুন’

Nanur TMC Murder: রাসবিহারী এলাকার তৃণমূলের বুথ সভাপতির দায়িত্বে ছিলেন। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সে সময়েই তাঁর ওপর বেশ কয়েকজন চড়াও হন। লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বুথ সভাপতির সঙ্গেও বেশ কয়েকজন ছিলেন।

Nanur: নানুরে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন
তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 05, 2025 | 11:31 PM

বীরভূম: আবারও উত্তপ্ত বীরভূম। নানুরে তৃণমূল বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় আহত আরও তিন জন আহত হয়েছেন বলে খবর। শুক্রবার সন্ধ্যার পর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নানুর থানার অন্তর্গত পাতি সারা গ্রামে। এলাকায় এই মুহূর্তে পুলিশের বিশাল বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাসবিহারী সর্দার। এখনও পর্যন্ত এই ঘটনায় এক জনকেই আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাসবিহারী এলাকার তৃণমূলের বুথ সভাপতির দায়িত্বে ছিলেন। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সে সময়েই তাঁর ওপর বেশ কয়েকজন চড়াও হন। লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বুথ সভাপতির সঙ্গেও বেশ কয়েকজন ছিলেন। তাঁরাও আক্রান্ত হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসবিহারীর।

পুলিশ আপাতত তদন্তে জানতে পেরেছে, এলাকার অন্নপূর্ণা পূজোর চাঁদা তুলছিলেন রাসবিহারী। সেইসময় গ্রামের কয়েকজন হঠাৎ চাঁদা দেবে না বলে তাঁদের ওপর বাঁশ, লাঠি নিয়ে হামলা চালায়। বেধড়ক মারধর করা হয়।  বাকিদেরও আঘাত গুরুতর। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে মঙ্গলকোট মহকুমা হাসপাতালে। নিহত রাসবিহারী সর্দারের দেহও ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। কোনও অভ্যন্তরীণ বিবাদ বা ব্যক্তিগত শত্রুতা, সেই দিকেই এখন তদন্তকারীদের নজর। মৃতের ছেলে বলেন, “নবান্নের জন্য চাঁদা তুলছিল। সেই নিয়েই ঝামেলা। তৃণমূল নেতার ছেলেরাই মেরেছে। সব পাড়ার ছেলে।” তবে এই নিয়ে এখনও পর্যন্ত রাজনৈতিক কোনও নেতৃত্বের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।