রামপুরহাট: লোকসভা নির্বাচনে রামপুরহাটে সব থেকে খারাপ ফল করেছে তৃণমূল। সম্প্রতি, সাংসদ শতাব্দী রায় সেই জেলায় গিয়েছিলেন খারাপ ফলাফলের কারণ খতিয়ে দেখতে। এবার ভেঙে পড়া রামপুরহাটের সংগঠনকে চাঙ্গা করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করলেন কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। তবে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দিয়েছেন তা জানা যায়নি।
আগামী ১৫ তারিখ রামপুরহাটের এই তৃণমূল কংগ্রেস কার্যালয় হতে চলেছে কোর কমিটির বৈঠক। যদিও অনুব্রত মণ্ডল দলীয় সংগঠনের কোনও কথা সংবাদমাধ্যমের সামনে বলতে রাজি নন। তাঁর বক্তব্য আশীষ বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকেছিলেন সে কারণেই তিনি এসেছিলেন। অনুব্রত মণ্ডল বলেন, “পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। আশীসদা ডেকেছেন। সেই কারণে এসেছি।” বস্তুত, লোকসভা ভোটে বীরভূমে ভাল ফল করেছে তৃণমূল। সাংসদ হয়েছেন শতাব্দী রায়। তবে রামপুরহাটে ফলাফল ভাল হয়নি। সেই নিয়ে চলছে বিশ্লেষণ। এর আগে এলাকায় পৌঁছে তৃণমূল সাংসদ বলেছিলেন, এই এলাকায় সরকারের সুযোগ-সুবিধা সবই পৌঁছয়। কিন্তু তারপরও কেন এই হাল তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে এ দিন, অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন বকটুই গ্রামের স্বজন হারা পরিবারের অন্যতম সদস্য মিহিলাল শেখ। নিহিলাল শেখ দাবি করছেন দীর্ঘদিন ধরে তার বেতন বন্ধ হয়ে রয়েছে। তাঁর চাকরিটা যাতে স্থায়ীকরণ করে দেওয়া হয় সে নিয়ে কথা বলতে এসেছিলেন তিনি। উল্লেখ্য,