Kajal Sheikh: ‘অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমে কিছু নেই…’, কাজলের মুখে উল্টো সুর

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 28, 2024 | 1:18 PM

Kajal Sheikh: বস্তুত, অনুব্রত মণ্ডলের হাতে জেলার দায়িত্ব দিয়ে বরাবর নিশ্চিন্ত থেকেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেষ্ট জেলে যাওয়ার পর থেকে তাঁর বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত কাজল শেখের দলবল মাথাচাড়া দিয়ে উঠছিল জেলায় বলে নিন্দুকরা বলে থাকেন। অনুব্রতর অনুপস্থিতিতে কোর কমিটিতেও জায়গা পেয়েছিলেন কাজল।

Kajal Sheikh: অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমে কিছু নেই..., কাজলের মুখে উল্টো সুর
কাজল শেখ, তৃণমূল নেতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নানুর: বীরভূমের অন্দরে কান পাতলেই শোনা যেত অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের বিরোধের কথা। একাধিকবার দুই নেতার অনুগামীদের মধ্যে কোন্দলও দেখা দিয়েছে। এবার সেই কেষ্টর সুখ্যাতি করেই জল্পনা বাড়ালেন কাজল। বললেন,’আমরা অনুব্রত মণ্ডলের টিম’

শনিবার কাজল শেখকে বলতে শোনা যায়, “আজকের মঞ্চের চিত্রটা একবার দেখাবেন। বীরভূম জেলার সমস্ত তৃণমূলের নেতা নেত্রীরা রয়েছে।” এরপর তাঁর প্রশ্ন, ” এখনে কি কোনও রহস্য দেখতে পাচ্ছেন,গন্ধ পাচ্ছেন? এখান থেকে একটু যান তৃণমূল কার্যালয়। সেখানে বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডলের ছবি লাগানো আছে।” পরক্ষণেই তিনি বলেন, “অনুব্রত মণ্ডলের টিম আমরা। টিন অনুব্রত পঞ্চায়েত থেকে লোকসভা সমস্ত জায়গায় উত্তীর্ণ করেছেন আমাদের। অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমের কিছু নেই। তৃণমূল ছাড়া কিছু নেই।”

বস্তুত, অনুব্রত মণ্ডলের হাতে জেলার দায়িত্ব দিয়ে বরাবর নিশ্চিন্ত থেকেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেষ্ট জেলে যাওয়ার পর থেকে তাঁর বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত কাজল শেখের দলবল মাথাচাড়া দিয়ে উঠছিল জেলায় বলে নিন্দুকরা বলে থাকেন। অনুব্রতর অনুপস্থিতিতে কোর কমিটিতেও জায়গা পেয়েছিলেন কাজল। তবে এত সবের পরও মমতার কাছে ধমক খেতে হয় তাঁকে। খোদ মুখ্য়মন্ত্রী কাজলকে একবার বলেছিলেন, ‘জেলার মুখ্যমন্ত্রী? এত সাহস পাও কোথা থেকে?’ এরপর নদী থেকে বয়ে গিয়েছে অনেক জল। লোকসভা নির্বাচনে জেলায় ভাল ফল করেছে তৃণমূল। তবে আচমকা কাজলের এই ভোলবদল কার্যত ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে।

Next Article