Kajal Sheikh: ‘গত ২ বছরে বীরভূমে বারুদের গন্ধ ছিল না’, কেষ্টকে নিশানা কাজলের?

Kajal Sheikh: সোমবার বোমাবাজির পর কঙ্কালীতলায় আলেফ শেখের বাড়ি পরিদর্শনে যান কাজল। নাম না করে অনুব্রত গোষ্ঠীকে নিশানা কাজল শেখের। তিনি বলেন, "বেশ কয়েকদিন ধরেই আলেফভাই বলছেন তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

Kajal Sheikh: গত ২ বছরে বীরভূমে বারুদের গন্ধ ছিল না, কেষ্টকে নিশানা কাজলের?
কাজল শেখImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 17, 2025 | 10:28 PM

বীরভূম: অনুব্রত মণ্ডল তিহাড় জেল থেকে ফেরার পর কয়েক মাস কাটতে না কাটতেই দ্বন্দ্ব একেবারে চরমে উঠেছে। ইতিমধ্যেই বোমাবাজির ঘটনা ঘটেছে বীরভূমে। এবার তা নিয়েই মুখ খুললেন বীরভূমের আর এক দাপুটে নেতা কাজল শেখ। তাঁর দাবি, দু’বছর আগেও বীরভূমে এত বোমাবাজি হত না। নাম না করে কি অনুব্রতর দিকেই আঙুল তুললেন কাজল? প্রশ্ন রাজনীতির কারবারিদের একাংশের।

সোমবার বোমাবাজির পর কঙ্কালীতলায় আলেফ শেখের বাড়ি পরিদর্শনে যান কাজল। নাম না করে অনুব্রত গোষ্ঠীকে নিশানা কাজল শেখের। তিনি বলেন, “বেশ কয়েকদিন ধরেই আলেফভাই বলছেন তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। যে কোনও মুহূর্তে প্রাণের সংশয় ঘটতে পারে। ওঁর আশঙ্কাই সত্যি হল। গত রাতে ঘটে গেল। ওঁর মেয়ে পড়াশোনা করছিল। বাড়ির পাশে বোমাবাজি।”

এরপর কাজল আরও বলেন, “দু’বছর আগে বীরভূমে বারুদের গন্ধ ছিল না। কোথাও বোমাবাজি-গুলি হয়নি। কেন হচ্ছে বলতে পারব না। পুলিশকে বলব এই ঘটনা বাঞ্ছনীয় না।” অর্থাৎ যে সময়ের কথা কাজল বলছেন, সেই সময় অনুব্রত তিহাড়ে ছিলেন। এখন ফিরেছেন জেলায়। তাহলে কি তাঁর দিকেই ইঙ্গিত কাজলের?

এ দিন কাজল শেখ আরও বলেন, “এখানের দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাঁর দৃষ্টি আকর্ষণ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ-নবীন সকলকে নিয়ে বীরভূমে টিম তৈরি করে দিয়েছেন। সেই টিমে আমরা সকলে সংঘবদ্ধভাবে কাজ করেছি তেইশ ও চব্বিশের নির্বাচনে। অভাবনীয় রেজাল্ট হয়েছে। তাহলে কেন এই বোমাবাজি? এটা বাঞ্ছনীয় নয়। যে বা যারা করছে গ্রেফতার করা হোক।”