
বোলপুর: বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি শাসক দলের নেতার। প্রকাশ্য সভা থেকেই মহিলাদের উদ্দেশে এই হুঁশিয়ারি দিতে দেখা গেল তৃণমূলের এক নেতাকে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে। রূপপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বাবু দাস শাসানির সুরে বললেন, “যদি কেউ ভেবে থাকেন, বিজেপিকে ভোট দেবেন আর আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব? আমরা বন্ধ করে দেব। কথা দিয়ে গেলাম। যদি বিজেপিকে ভোট দেন, বিজেপির সঙ্গে ঘোরেন, তাহলে আমরাও দেখব আপনারা কীভাবে সরকারি সুযোগ সুবিধা পান।” শাসকের বিরুদ্ধে ভোট গেলে সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে এলাকায়।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে বাংলায়। ভোটের প্রস্তুতিও শুরু করে দিয়েছে তৃণমূল-বিজেপি সব পক্ষ। বুধবার বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের প্রান্তিকে এলাকার মহিলারদের নিয়ে তৃণমূলের একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন স্থানীয় কাউন্সিলর সঙ্গীতা দাস। ওই সভা থেকেই বোলপুর শ্রীনিকেতন ব্লকের তৃণমূল নেতা তথা রূপপুর পঞ্চায়েতের সদস্য বাবু দাস এই বিতর্কিত মন্তব্য করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই তৃণমূল নেতার বক্তব্য, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সব সরকারি প্রকল্পের সুবিধা দিচ্ছেন, তাই আগামী লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিপুলভাবে জেতাতে হবে।
এদিকে তৃণমূল নেতার এই মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় বিজেপি শিবির। তৃণমূলের হুঁশিয়ারিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না পদ্ম শিবির। দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহার বক্তব্য, “তৃণমূলের এই ধরনের বক্তব্য ছাড়া গতি নেই। কারণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই ধমকে-চমকে এভাবে মানুষকে ধরে রাখতে চাইছে। কিন্তু মানুষ সচেতন।”