TMC in Birbhum: অনুব্রত-হীন বীরভূমে কী হবে রণকৌশল? শনিবারেই বসছে বৈঠক

TMC in Birbhum: ভোটের আর খুব বেশিদিন বাকি নেই। সব ঠিক থাকলে হাতে সময় আছে আর ২ থেকে ৩ মাস। ততদিনে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত জেল থেকে ছাড়া পাবেন কি না, সেটাও এখনও স্পষ্ট নয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে জেলায় জেলায়।

TMC in Birbhum: অনুব্রত-হীন বীরভূমে কী হবে রণকৌশল? শনিবারেই বসছে বৈঠক
অনুব্রত মণ্ডলImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 8:22 PM

বীরভূম: জেলবন্দি হওয়ার পরও দীর্ঘদিন ধরে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির পদেই ছিলেন অনুব্রত মণ্ডল। তিহাড়ে থাকা সত্ত্বেও তাঁকে পদ থেকে সরানো হয়নি। তবে সম্প্রতি জেলা সভাপতির পদ থেকে তাঁর নাম বাদ দেয় শীর্ষ নেতৃত্ব। যদিও ওই পদে নতুন কাউকে বসানো হয়নি, দায়িত্ব রয়েছে বীরভূমের কোর কমিটির হাতে। এবার কেষ্ট-হীন বীরভূমে সেই কমিটিই তৈরি করবে লোকসভা নির্বাচনের রণকৌশল। ২০১৯ সালে অনুব্রতর নকুলদানার দাওয়াই মনে আছে অনেকেরই। ভোট এলেই শিরোনামে থাকতেন একদা দোর্দণ্ডপ্রতাপ ওই তৃণমূল নেতা। এবার সেই নেতাকে বাদ দিয়েই বসছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক।

ভোটের আর খুব বেশিদিন বাকি নেই। সব ঠিক থাকলে হাতে সময় আছে আর ২ থেকে ৩ মাস। ততদিনে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত জেল থেকে ছাড়া পাবেন কি না, সেটাও এখনও স্পষ্ট নয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে জেলায় জেলায়। বাদ পড়ছে না বীরভূমও।

আগামী ৯ ডিসেম্বর অনুব্রতহীন বীরভূমে লোকসভার প্রস্তুতি বৈঠক রয়েছে। সিউড়িতে হবে সেই বৈঠক। জেলার সব তৃণমূল বিধায়ক, ব্লক সভাপতি, পুর চেয়ারম্যান, সাংসদ সবাই উপস্থিত থাকবেন।

ডিসেম্বর মাস থেকেই সব জেলায় বিধায়ক, পুর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সভাপতিদের নিয়ে বৈঠক করতে বলেছেন তৃণমূল সুপ্রিমো। ঘাসফুল শিবির সূত্রে খবর, এবার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তর ২৪ পরগনায়। আগামী ১৪ ডিসেম্বর বৈঠক ডেকেছে তৃণমূল নেতৃত্ব।