Abhishek Banerjee: সোনালীর খাতুনের ছেলের নামকরণ করলেন অভিষেক, কী নাম রাখলেন তিনি?

Birbhum: 'আপন' নামের মধ্যেই রয়েছে নিজস্বতা। যা কিছু নিজের তাই হল 'আপন'। এই সোনালীর জীবনের লড়াইয়ের সঙ্গে তাঁর সন্তান আপনের নামের কিন্তু অনেকটা মিল রয়েছে। এ দেশেরই নিজের নাগরিক হওয়ার পরও তাঁকে পুশব্যাক করে পাঠানো হয়েছিল বাংলাদেশে। পরে অনেক কাঠখড় পুড়িয়ে ফেরত আসেন নিজের মাটিতে, নিজের দেশে। সেই সোনালীর ছেলের নাম রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।       

Abhishek Banerjee: সোনালীর খাতুনের ছেলের নামকরণ করলেন অভিষেক, কী নাম রাখলেন তিনি?
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 06, 2026 | 6:43 PM

বীরভূম: জোর করে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ উঠেছিল সোনালী খাতুনকে। গর্ভবতী সোনালীর উপর হয়েছিল একাধিক অত্যাচার। পরে তৃণমূলের উদ্যোগে মামলা হয়। সুপ্রিম নির্দেশে দেশে ফিরে আসেন তিনি। সেই সোনালীই জন্ম দিয়েছেন ফুটফুটে সন্তানের। আর এবার তাঁর নাম রেখেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনালী ছোট্ট সন্তানের নাম রাখলেন ‘আপন’।

‘আপন’ নামের মধ্যেই রয়েছে নিজস্বতা। যা কিছু নিজের তাই হল ‘আপন’। এই সোনালীর জীবনের লড়াইয়ের সঙ্গে তাঁর সন্তান আপনের নামের কিন্তু অনেকটা মিল রয়েছে। এ দেশেরই নিজের নাগরিক হওয়ার পরও তাঁকে পুশব্যাক করে পাঠানো হয়েছিল বাংলাদেশে। পরে অনেক কাঠখড় পুড়িয়ে ফেরত আসেন নিজের মাটিতে, নিজের দেশে। সেই সোনালীর ছেলের নাম রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সাংসদ বলেন,  “আমার সোনালীর সঙ্গে দেখা করার কথা ছিল। তবে ওর যেহেতু শারীরিক সমস্যা ছিল তাই আমি বলেছিলাম নিজে গিয়েই দেখা করব। কষ্ট করে বাসে এসো না। আমার সোমবার সোনালী সন্তানের জন্ম দিয়েছেন। যে সমস্ত কথা ওঁর মুখে শুনলাম। ওঁদের কীভাবে হেনস্থা করা হয়েছে। বিএসএফ-কে দিয়ে বাংলাদেশে পুশব্যাক। অন্তঃসত্ত্বা মহিলাকে লাঠি দিয়ে বেধড়ক মার। তাকে শারীরিক ভাবে নির্যাতন। রাতের পর রাত জঙ্গলে কাটাতে হয়েছে। এই অবস্থায় নদী পেরিয়েছে। বাংলাদেশের জেলে মাসের পর মাস কাটিয়েছে। ওঁর স্বামী বাংলাদেশে আছেন।” তিনি আরও বলেন, “জন্মের পর থেকে বাচ্চাটার উপর অনেক অত্যাচার হয়েছে। সোনালী ওর মা অনুরোধ করেছে আমায় নাম রাখতে। আমি বাচ্চাটার নাম রেখেছি আপন। আমি আবার কয়েক মাসের মধ্যে ওদের সঙ্গে দেখা করব।”